আবারও বড় রেকর্ড গড়লেন এলএম টেন
স্পোর্টস ডেস্ক: লা-লিগায় ১৭ বছর পুরনো রেকর্ড ছুঁড়েল লিওনেল মেসি। ভায়াদোলিদের বিপক্ষে বার্সেলোনায় হয়ে আর্তুরো ভিদাল জয়সূচক গোল করেন। সেই গোলেই অবদান রেখে নতুন নজির গড়লেন লিও। ম্যাচের ১৫ মিনিটে চিলিয়ান মিডফিল্ডার ভিদাল কে পাসটি দিয়েছিলেন মেসি। দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বক্সের বাইরে থেকে ভেতরে থাকা ভিদালের উদ্দেশ্যে বুদ্ধিদীপ্ত এক পাস দিয়েছিলেন মেসি।লিগার চলতি মরসুমে মেসির ২০টি অ্যাসিস্ট হয়ে গেল। সেই সঙ্গে এই মরসুমে মেসির ঝুলিতে ২২টি গোল রয়েছে। ভিদালকে দিয়ে গোল করিয়ে ১৭ বছর পুরোনা থিয়েরি অঁরিকে ছুঁলেন মেসি।
আর্সেনালে তিনি ২০০২-০৩ মরসুমে ২০টি অ্যাসিস্টের সঙ্গে ২৪ গোল করেছিলেন। আর লা লিগাতে মেসি পুরোনো টিমমেট খাবি হার্নান্ডেজকে ছুঁয়ে ফেললেন। করোনা পরবর্তী ফুটবলে মেসির পায়ে অবশ্য সেই ম্যাজিক দেখা যাচ্ছে না। এলএম টেন করোনা পর শুরু হওয়া স্প্যানিশ লিগে মাত্র তিনটি গোল করেছেন। তার মধ্যে দুটো পেনাল্টিতে। তা হলে মেসি কি ক্লান্ত? ফুটবল মহলে এই প্রশ্ন কিন্তু উঠছে!
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)