বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, রইল সিলিন্ডার পিঁছু নতুন দাম

বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, রইল সিলিন্ডার পিঁছু নতুন দাম

নিউজ ডেস্ক : এতদিন ধরে ক্রমাগত গ্যাসের দাম বৃদ্ধি মধ্যবিত্তদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছিল। তার ওপর এই মাসের প্রথম থেকেই ফের বাড়তে চলেছে গ্যাসের দাম। আজ, বুধবার থেকেই ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৪.২ কেজি এর দাম বৃদ্ধি পাচ্ছে ৪.৫ টাকা। এর ফলে গ্যাসের দাম বেড়ে দাঁড়াচ্ছে ৬২০ টাকা ৫০ পয়সা। এছাড়া ১৯ কেজি বানিজ্যিক সিলিন্ডার এর দাম ৭ টাকা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ দাম বেড়ে দাঁড়াচ্ছে ১২০০ টাকা ৫০ পয়সা। আগের মাসে ৩১শে মে তেলসংস্থাগুলি দেশের মেট্রো শহরগুলিতে রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৩৭ টাকা বৃদ্ধি করেছিল। সেইসময় কলকাতায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছিল ৩১.৫ টাকা।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গত শুক্রবার জানিয়েছেন, জ্বালানি গ্যাসের দামের ওপর থেকে কেন্দ্রের অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়া হবে। বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি গ্যাসের দাম বাড়বে বা কমবে। তিনি বলেন, এর ফলে বিদেশি লগ্নি বাড়বে। এর ফলে তাদের হাত ধরে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে দেশের মধ্যেই গ্যাসের উৎপাদন বাড়ানো সম্ভব হবে।

দিন দিন জ্বালানি গ্যাস এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এই বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন। টানা ২৫ দিন ধরে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি মাত্রাছাড়া। দিল্লিতে ডিজেলের দাম পেট্রোলের দাম কে ছাফিয়ে গেছে। ডিজেলের দাম ৮০ টাকা পেরিয়েছে দিল্লিতে। দিল্লিবাসী শেষ কবে এরকম ঘটনার সম্মুখীন হয়েছিল তা মনে করতে পারছেনা। গতকাল, মঙ্গলবার কলকাতায় ১ লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৮২ টাকা ১০ পয়সা। ডিজেল ছিল লিটারপ্রতি ৭৫ টাকা ৬৪ পয়সা।



এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন