পরিস্থিতির উন্নতি হলে ৫ সেপ্টেম্বর থেকে স্কুল,কলেজ চালুর ভাবনা: মুখ্যমন্ত্রী



পরিস্থিতির উন্নতি হলে ৫ সেপ্টেম্বর থেকে স্কুল,কলেজ চালুর ভাবনা: মুখ্যমন্ত্রী




 নিউজ ডেস্ক: রাজ্যে করোনার সংক্রমণ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে এখনই স্কুল, কলেজ খোলার কোনও ভাবনাই নেই রাজ্য সরকারের। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত স্কুল, কলেজ-সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধই থাকবে। তবে পরিস্থিতির উন্নতি হলে আগামী ৫ সেপ্টেম্বর থেকে ফের স্কুল, কলেজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেক্ষেত্রে অল্টারনেটিভ দিনে ক্লাস চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




করোনা পরিস্থিতির জেরে গত মার্চ মাস থেকেই তালা ঝুলছে রাজ্যের স্কুল, কলেজ-সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। করোনার সংক্রমণ উত্তরোত্তর বেড়েই চলেছে। প্রতিদিন দেশের অন্য একাধিক রাজ্যের পাশাপাশি সংক্রমিতের সংখ্যা বাড়ছে বাংলাতেও। গত কয়েকদিন ধরেই প্রতিদিন দু’হাজারেরও বেশি মানুষ করে করোনা আক্রান্ত হচ্ছেন রাজ্যে।




এই পরিস্থিতিতে এখনই রাজ্যের স্কুল, কলেজগুলি খোলার কোনও প্রশ্নই নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে পরিস্থিতির উন্নতি হলে ৩১ অগাস্টের মধ্যে ফের বৈঠকে বসবে রাজ্য সরকার।




স্কুল, কলেজ খোলা নিয়ে সেই সময়ের পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী এপ্রসঙ্গে বলেন, ‘স্কুল, কলেজ এখন বন্ধ থাকবে। ৩১ অগাস্ট পর্যন্ত স্কুল, কলেজগুলি খোলার কোনও প্রশ্নই নেই। পরিস্থিতির উন্নতি হলে ৩১ অগাস্টের মধ্যে ফের বসব।’




রাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী ৫ সেপ্টেম্বর রাধাকৃষ্ণনের জন্মদিনেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি ফের চালু করার ভাবনা রয়েছে সরকারের। তবে সেক্ষেত্রে অল্টারনেটিভ দিনে ক্লাস শুরু করার উদ্যোগ নেওয়া হবে।




এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রসঙ্গে বলেন, ‘আমাদের লক্ষ্য আছে ৫ সেপ্টেম্বর স্কুল, কলেজ চালু করার। সবকিছু ঠিক থাকলে রাধাকৃষ্ণনের জন্মদিন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। তবে অল্টারনেটিভ দিনে ক্লাস হবে। পুজোর আগের ১ মাস ১ দিন অন্তর স্কুল, কলেজ চলতে পারে। তবে অগাস্টের শেষে করোনা পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তার ওপর ভিত্তি করেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন