চুরির ঘটনার তদন্তে নামল বালুরঘাট থানার পুলিশ
নিউজ ডেস্ক, বালুরঘাট : বালুরঘাট শহরের আদর্শ স্কুল পাড়ায় ভাড়াটিয়া মহিলা স্বাস্থ্যকর্মীর ঘরে চুরির ঘটনা তদন্তে নামল বালুরঘাট থানার পুলিশ। শনিবার রাতে শহরের চকভবাণী এলাকার আদর্শ স্কুল পাড়ায় এক স্বাস্থ্যকর্মীর ঘরে চুরি হয়। তিনি জানান ডাইনিং এর জালনার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে ঘরের দরজার ছিটকিনি ভেঙে ভেতরে এসে সর্বস্ব চুরি করে চোর। ঘুম ভেঙে তিনি চোরকে বাধা দিতে গেলে চাকু দিয়ে চোর হামলা চালায়। চাকুর আঘাতে আহত হন ওই মহিলা স্বাস্থ্যকর্মী। সকালে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করতেই নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। ডিএসপি সদর ধীমান মিত্রের নেতৃত্বে তদন্তে নামে বিশাল পুলিশবাহিনী। তদন্তে নেমে এলাকায় সংগ্রহ করা হয় সিসিটিভি ফুটেজ।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)