বিধান চন্দ্র রায়ের জন্মদিবস পালন করলো মালদা জেলা কংগ্রেস।
অমিয় ঘোষ,মালদা :-আজ মালদা জেলা কংগ্রেস কার্যালয়(হায়াত ভবনে),বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী,আধুনিক বাংলার রূপকার,আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক,ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা,ভারতরত্ন ডাঃ বিধান চন্দ্র রায়-ত্রর ১৩৯ তম জন্মদিন ও ৫৯ তম মৃত্যুদিনে মালদা শহরের মনস্কামনা রোডে,অাবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয় তারপর জেলা কংগ্রেস কার্যালয়ে ভারতের জাতীয় পতাকা ত্রবং ছাত্র পরিষদের পতাকা উওােলন করা হয়,লাদাখে ২০ জন শহীদের আত্মার শান্তি কামনা করে ১মিনিট নিরবতা পালন করে,জাতীয় সঙ্গীত পাঠ করা হয়,তারপর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় ত্রবং ২৫০জন শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী ত্রবং চকলেট বিতরণ করা হয়
উপস্থিত ছিলেন— মালদা জেলা ছাত্র পরিষদের সভাপতি মান্তু ঘোষ,চাঁচল বিধানসভা কেন্দ্রের বিধায়ক আসিফ মেহেবুব,মানিকচক বিধানসভা কেন্দ্রের বিধায়ক মোওাকিন অালম সহ অন্যান্য ছাত্র পরিষদ নেতৃবৃন্দ৷
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)