ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে প্রথম ভারতীয় তাম্বে

ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে প্রথম ভারতীয় তাম্বে

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক : প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের কোনও ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন প্রবীন তাম্বে। নিয়মের জাঁতাকলে আইপিএলে খেলার সুযোগ হারানোয় সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সে যোগ দিতে চলেছেন বছর আটচল্লিশের স্পিনার। গত মাসে নিজেই একথা জানিয়েছিলেন লেগ-স্পিনার। সোমবার সিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল ঘোষণার সঙ্গে সঙ্গে নিশ্চিত হল প্রথম ভারতীয় ক্রিকেটার তাম্বের সিপিএলে খেলার বিষয়টি।কলকাতা নাইট রাইডার্সে খেলতে না পারলেও সিপিএলের দৌলতে অবশেষে নাইট ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ মিলে গেল তাম্বের। আসন্ন মরশুমে কায়রন পোলার্ড নেতৃত্বাধীন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সিপিএলে অভিষেক হবে অভিজ্ঞ লেগ-স্পিনারের। ২০২০ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাঁকে নিলামে দলে নিলেও নিয়মের গেরোয় তাম্বের আইপিএলে অংশগ্রহণ করার বিষয়টি আটকে যায়। সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে টি১০ লিগে খেলার কারণে ২০২০ আইপিএল থেকে তাম্বেকে ছেঁটে ফেলে বিসিসিআই।

গত মাসেই আগামী মরশুমের জন্য তাম্বেকে নিজেদের দলে চুক্তিবদ্ধ করার বিষয়টি ঘোষণা করে ত্রিনবাগো নাইট রাইডার্স। টিকেআরের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন লেগ-স্পিনার নিজেও। তবু অপেক্ষা ছিল দল ঘোষণার। সোমবার দল ঘোষণার সঙ্গে চূড়ান্ত হল বিষয়টি। গত মাসে এক ওয়েবসাইটে তাম্বে জানিয়েছেন, ‘আমি সম্পূর্ণ ফিট আছি। বিসিসিআই আমাকে আইপিএলে খেলার অনুমতি যখন প্রদান করেনি তখন আমার অন্য লিগ খেলতে সমস্যা কোথায়। আমি বিদেশের লিগে খেলার উপযুক্ত অবস্থায় রয়েছি। টিকেআর আমাকে তাদের দলে চুক্তিবদ্ধ করেছে। আমি সেদেশে লিগ খেলতে যাওয়ার আগে সমস্ত সতর্কতা অবলম্বন করব এবং সমস্ত গাইডলাইন মেনে তবেই যাবো।’





এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন