বড় সিদ্ধান্ত কেন্দ্রের! নগদ টাকা লেনদেনের ক্ষেত্রে জারি হলো নতুন নিয়ম, জেনেনিন খুঁটিনাটি
নিউজ ডেস্ক : নগদ টাকা লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে কেন্দ্র। যেই নিয়মে বলা হয়েছে, এবার থেকে ২ শতাংশ টিডিএস কাটা হবে যদি বছরে এক কোটি টাকার ওপরে নগদ লেনদেনের হয়৷ ইতিমধ্যেই এই নিয়ম চালু করা হয়ে গিয়েছে ৷ নগদ টাকার লেনদেন কম করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার ৷ এই নিয়ম যাতে সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে সেই জন্য আয়কর বিভাগের ওয়েবসাইটে নতুন টুল শুরু করা হয়েছে।
তবে এই নিয়ম সরকার থেকে শুরু করে ব্যাঙ্কিং সংস্থা, পোস্ট অফিস, এটিএমসহ কো-অপারেটিভ সমিতির মতো সংস্থার ক্ষেত্রে লাগু করা হবে না। সেই সঙ্গে আয়কর বিভাগের নতুন ক্যালকুলেটর শুধুমাত্র ব্যাঙ্ক, কো-অপারেটিভ সোসাইটিসহ পোস্ট অফিসের আধিকারিকরা ব্যবহার করতে পারবেন।
TDS রেট অ্যাপ্লিকেবিলিটি (applicability) চেক করার জন্য মোবাইল নম্বর ও প্যান নম্বর দিতে হবে। এদিকে আয়কর বিভাগের ওয়েবসাইটেও ‘Verification of applicability u/s 194N’ টি দেখা যাচ্ছে৷ সেইসঙ্গে আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, গত ৩ বছরে যদি কেউ ট্যাক্স না দিয়ে থাকে তাহলে ২০ লক্ষ থেকে ১ কোটি টাকার নগদ লেনদেনের জন্য ওই ব্যক্তির ২ শতাংশ টিডিএস কাটা হবে৷ যদি নগদ লেনদেনের পরিমাণ ১ কোটি টাকার বেশি হয়, সেক্ষেত্রে ৫ শতাংশ টিডিএস চার্জ কাটা হবে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)