বাধ্য হয়ে মোড়ক বদল, রামদেব করোনার ওষুধ আনছেন নতুন প্যাকেটে



বাধ্য হয়ে মোড়ক বদল, রামদেব করোনার ওষুধ আনছেন নতুন প্যাকেটে





নিউজ ডেস্ক: গোটা সপ্তাহ ধরে চাপান উতোর চলেছে। অবশেষে বুধবার আয়ুষমন্ত্রক জানিয়ে দিল রামদেবের সংস্থা পতঞ্জলি কোরোনিল নামক পণ্যটি বাজারে আনতে পারবে। তবে করোনা প্রতিরোধক বলা চলবে না বিজ্ঞপিত করার সময়ে। বলতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক পণ্য।যোগগুরু রামদেবের সংস্থা থেকেও বিবৃতিতে জানানো হয়েছে পতঞ্জলির পণ্য বিক্রিতে কোনও নিষেধাজ্ঞা নেই। তবে এই পণ্যকে মেডিসিন বা ওষুধ বলা চলবে না, বলতে হবে প্রতিরোধক পণ্য। এদিন হরিদ্বারে একটি সাংবাদিক বৈঠক করে বাবা রামদেব বলেন, পতঞ্জলি করোনা প্রতিরোধ করার পথে একটি কার্যকরী ব্যবস্থা নিয়েছে। তাঁর কথায়, “আমি সকলকে বলতে চাই আজ থেকে সারা দেশে কোরোনিল পাওয়া যাবে। কেন্দ্র থেকে বলা হয়েছে, এই পণ্য বিক্রয়ের সময়ে করোনা চিকিৎসা না বলে, রোগ প্রতিরোধ ক্ষমতাবর্ধক (ইমিউনিটি বুস্টার) বলা উচিত। আমরা এই সিদ্ধান্ত মেনেই উৎপাদন চালাব।”


এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন