আজ থেকে চালু হল কলকাতা-চন্দননগর ওয়াটার বাস

আজ থেকে চালু হল কলকাতা-চন্দননগর ওয়াটার বাস

নিউজ ডেস্ক, কলকাতা :- চন্দননগর-কলকাতা ওয়াটার বাস ফেরি সার্ভিস চালু হল আজ। শীতাতপ নিয়ন্ত্রিত জলযানে মাত্র দেড় ঘণ্টায় চন্দননগর থেকে কলকাতায় আসা যাবে। আপাতত সপ্তাহে তিনদিন সোম, বুধ ও শুক্রবার এই পরিষেবা পাওয়া যাবে। সকাল আটটায় চন্দননগরে রাণীঘাট থেকে ছাড়বে। ৮টা ৩০ মিনিটে শেওড়াফুলি, ৮টা ৪০ মিনিটে শ্রীরামপুর এবং ৯টা ৪৫ মিনিটে কলকাতার মিলেনিয়াম জেটিতে পৌঁছাবে। মাথাপিছু ভাড়া ২৫০ টাকা। একটি বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই পরিষেবা চালু করল রাজ্য পরিবহন দপ্তর। লকডাউনের নিষেধাজ্ঞা উঠলেই চন্দননগর এবং শেওড়াফুলি থেকে গঙ্গাসাগর পর্যন্ত ফেরি সার্ভিস চালু করবে ওই সংস্থা। উল্লেখ্য, লকডাউনের ধাক্কায় চরম ভোগান্তি নিত্যযাত্রীদের৷ রাস্তায় যানজট কমাতে এখন জলপথের উপর আরও বেশি করে জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরামর্শ মেনে জলপথ পরিবহনকে এখন বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য পরিবহন দপ্তর। গঙ্গার দুপাশে যে সব পুরোনো জেটিঘাট রয়েছে সেগুলোর সংস্কার করা হচ্ছে। গড়ে তোলা হচ্ছে নতুন জেটি। নতুন জলযান কেনার জন্যও টেন্ডার ডাকা হয়েছে। তার পাশাপাশি জলপথ পরিবহনকে ঢেলে সাজাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা চলছে।




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন