করোনা সন্দেহে বিনা চিকিৎসায় মৃত ছাত্র পেল ৭৫ শতাংশ নম্বর, কান্না থামছে না বাবা-মায়ের

করোনা সন্দেহে বিনা চিকিৎসায় মৃত ছাত্র পেল ৭৫ শতাংশ নম্বর, কান্না থামছে না বাবা-মায়ের

নিউজ ডেস্ক, ব্যারাকপুর : উচ্চ মাধ্যমিকে ভালো ফল করলে বিরিয়ানি খাওয়ার আবদার করেছিল বাবা মায়ের কাছে। আর স্বপ্ন দেখছিল আইনজীবি হওয়ার। কিন্তু উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেও সেই বিরিয়ানি খাওয়া আর হলো না, আইনজীবি হয়ে ওঠা হলো না ইছাপুরে শুভ্রজিৎ চ্যাটার্জীর।

করোনা পজিটিভ সন্দেহে বিনা চিকিৎসায় মারা গেছে বছর ১৮র শুভ্রজিত, অভিযোগ তেমনটাই। মৃত শুভ্রজিত এই বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল। মাকে ভালো ফল করে উত্তীর্ণ হওয়ার আশ্বাস দিয়েছিল শুভ্রজিৎ। মাকে দেওয়া সেই কথা রেখে গেছে সে। শুক্রবার বিকেলে উচ্চ মাধ্যমিকে ফল বেরনোর পর তার বাবা মা জানতে পারেন তাদের একমাত্র ছেলে ৭৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে।

কিন্তু শুভ্রজিতের আইনজীবী হয়ে ওঠার স্বপ্ন আর পূরণ আর হলো না। এর পর ফের কান্নায় ভেঙে পরেন শুভ্রজিতের বাবা মা। রাত ভোর জেগে উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি নিয়েছিল মৃত শুভ্রজিৎ আর সেই ফল পেয়েছে সে। ছেলের উচ্চ মাধ্যমিকে ফল জানার পর শুভ্রজিতের মা চোখের জল মুছতে মুছতে বলেন “আমার ছেলে আজ বেঁচে থাকলে আমরা একসাথে খুব আনন্দ করতাম। ও রেজাল্টের পর বিরিয়ানি খাওয়ার আবদার করেছিল আর একটা ভালো মোবাইল উপহার চেয়েছিল আমাদের থেকে। কিন্তু আজ ওর এত ভালো ফল হওয়া সত্বেও আমরা ওর ইচ্ছা আর পূরণ করতে পারলাম না।”

তিনি আরো বলেন ” আমার ছেলে আমার কথা দিয়েছিল যে সে ভালো রেজাল্ট করবে আর আজ আমার ছেলে সেই কথা রেখে গেছে। ওর স্বপ্ন ছিল পড়াশোনা করে আইনজীবী হবে। কিন্তু আজ আর ও নেই।” ইতিমধ্যেই শুভ্রাজিতের বাবা মা তাদের ছেলের বিনা চিকিৎসায় মারা যাওয়ার ঘটনার উপযুক্ত তদন্ত চেয়ে ও বেসরকারি ও সরকারি হাসপাতালের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় মামলা দায়ের করেছেন।




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন