মালদায় টোটোতে বিস্ফোরণে মৃত ১, টোটোর ব্যটারি থেকেই বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের

মালদায় টোটোতে বিস্ফোরণে মৃত ১, টোটোর ব্যটারি থেকেই বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের

নিউজ ডেস্ক, মালদা : মালদার ইংরেজ বাজার থানার ঘোষপাড়া এলাকায় টোটোতে বিস্ফোরণ। বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। বিস্ফোরণের পর মৃত ব্যক্তির দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ায়, মৃতের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্তে নেমেছে ইংরেজ বাজার থানার পুলিশ। এলাকা ঘিরে দিয়ে বিস্ফোরণ স্থলের নমুনা সংগ্রহ করছে পুলিশ। অন্যদিকে, বিস্ফোরণের ঘটনার সঠিক কারণ জানতে ফরেনসিক দলকে আনার চিন্তাভাবনা করছে পুলিশ।
মালদায় টোটোতে বিস্ফোরণে মৃত ১, টোটোর ব্যটারি থেকেই বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের
স্থানীয় বাসিন্দার জানিয়েছেন, বুধবার বিকেল নাগাদ একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। প্রাথমিক ভাবে, এলাকার  বাসিন্দার কোন ইলেক্ট্রিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে মনে করলেও, ঘটনাস্থলে এসে দেখেন, বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে গিয়েছে একটি টোটো। সেই সঙ্গে টোটোতে থাকা এক ব্যক্তিও বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। ঘিরে দেওয়া হয় এলাকা। এরপর ঘটনাস্থলে পৌঁছন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। টোটোর ব্যাটারি বিস্ফোরণেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে টোটোর ব্যাটারির টুকরো টুকরো অংশ মিলেছে। সাধারণত টোটোতে চারটি ব্যাটারি থাকে। এর মধ্যে বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যাওয়া টোটোটির দুটি ব্যাটারির টুকরো পাওয়া গিয়েছে ঘটনাস্থল থেকে। তাই প্রাথমিকভাবে টোটোর ব্যটারি থেকেই এই বিস্ফোরণ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

মালদায় টোটোতে বিস্ফোরণে মৃত ১, টোটোর ব্যটারি থেকেই বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের



এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন