ভারতের পর আমেরিকা! নিষিদ্ধ হচ্ছে টিকটকসহ একাধিক চিনা অ্যাপ, কোনঠাসা বেজিং

ভারতের পর আমেরিকা! নিষিদ্ধ হচ্ছে টিকটকসহ একাধিক চিনা অ্যাপ, কোনঠাসা বেজিং

নিউজ ডেস্ক : চিনকে কোনঠাসা করতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েই চলেছে মোদী, আর সেই সঙ্গে মোদীকে সর্বশক্তি দিয়ে সাহায্য করছে ট্রাম্প। ভারত আগেই টিকটকসহ ৫৯ টি চিনা অ্যাপ করতে চলেছে। এবার সেই পথেই হাঁটতে চলেছে আমেরিকা। আমেরিকায় ব্যান হতে চলেছে ব্যান হতে চলেছে টিকটকসহ একাধিক চিনা অ্যাপ, এদিন এমনটাই ইঙ্গিত দিলেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পে। মাইক পম্পে একটি একটি টিভি সাক্ষাৎকারে এই চিনা অ্যাপগুলো আমেরিকায় বন্ধের কথা জানিয়েছেন।

চিনা অ্যাপগুলো তাদের দেশের সরকারের সঙ্গে ব্যবহারকারীদের নিজেদের ডেটা শেয়ার করে বলে অনেক দিন ধরেই অভিযোগ উঠেছিল। নিজের দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়ছে, এই অভিযোগ তুলে টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ আগেই ব্যান করেছিলো ভারত।। এবার সেই পথেই পা বাড়ালো ট্রাম্পের আমেরিকা।

এর আগেও মাইক পম্পে বারবার জানিয়েছিলেন, এই চিনা অ্যাপগুলো যেগুলো বিশেষত টেলিকমিউনিকেশন বা নেটওয়ার্কিংয়ের সাথে যুক্ত, তারা সরাসরি নিজেদের দেশের সরকারকে অনান্য দেশের ব্যবহারকারীদের তথ্য পাচার করে। চিনকে নজরদারিতে অনেকটাই সাহায্য করে। আজকে নয়, বহুদিন ধরেই বিভিন্ন বিষয়ে আমেরিকার সঙ্গে চিনের সম্পর্ক একেবারে তিক্ত, তাই টিকটকের ব্যান হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

এদিকে টিকটক বারবার নিজেদের নির্দোষ প্রমান করতে ওঠেপড়ে লেগেছে ‌। তাদের দাবি, তারা চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত নয়। এই মুহূর্তে চিনের বড় বড় টেক কোম্পানিগুলোর মতোই টিকটকও হংকং থেকে নিজেদের ব্যবসা সরাতে চলেছে কারণ চিনের নতুন আইন অনুযায়ী যে কোনও হংকংবাসীকে তাদের সংস্থা কিংবা তাদের ব্যক্তিগত তথ্য চিনা সরকার যে কোনো মুহূর্তে চাইতে পারে।




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন