ক্রিকেট ফিরল প্রোটিয়াভূমে, মাঠে নেমেই এবি ঝড়ে মুগ্ধ দর্শকরা
স্পোর্টস ডেস্ক: করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সফরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটন টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে কোভিড পরবর্তী ক্রিকেট যুগ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। টেস্টের পর এবার শুরু সীমিত ওভারের ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার মাটিতে থ্রিটিসি সলিডারিটি কাপ শুরু। একেবারে নতুন ফর্ম্যাটের এই ক্রিকেট ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। করোনা সতর্কতায় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে এই ক্রিকেট প্রতিযোগিতার ঢাকে কাঠি পড়েছে।
টুর্নামেন্টের প্রথম দিনে ঈগলস দলের হয়ে শনিবার ২৪ বলে এ বি ডিভিলিয়ার্স ৬১ রান হাঁকান। ফুল কাইটস অ্যান্ড কিংফিশার দলের বিরুদ্ধে মাত্র ২১ বল খেলে এদিন এবিডি হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করেন। সোশ্যাল মিডিয়ায় এবিডির ঝরো ইনিংসের ঝলক দেখে ক্রিকেট ফ্যানেদের মনে স্বস্তি ফিরল। শেষবার মার্চে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে শেষ সীমিত ওভারের ক্রিকেট হয়েছে। ১৫ মার্চ থেকে এরপর করোনা সংকটে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। বাইশ গজে যারা মারকাটারি ব্যাটিং দেখতে পছন্দ করেন, করোনা পরবর্তী ক্রিকেটে এবিডির ধুয়াধার ব্যাটিং দেখে তাঁদের স্বস্তি ফিরল বলা যেতে পারে। তিন দল মিলিয়ে ৩৬ ওভারের খেলা শেষে এ বি ডিভিলিয়ার্সের ঈগলস দল ৪ উইকেট হারিয়ে ১৬০ রান তুলে সোনা জিতেছে। তেম্বা বাহুমার কাইটস দল ৩ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে রূপো ও হেনরিকসের দল কিংফিশার ৫ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে ব্রোঞ্জ জিতেছে। করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার,মাঠকর্মী থেকে ক্রিকেটের সঙ্গে যুক্তদের আর্থিকভাবে সাহায্য করার জন্যেই এই চ্যারিটি লিগের আয়োজন হয়েছে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)