করোনা যুদ্ধে বিশ্বের ১৫০টি দেশকে সাহায্য করেছে ভারত: মোদী
নিউজ ডেস্ক, নয়াদিল্লি: বিশ্বের একাধিক দেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। করোনা যুদ্ধে বিশ্বের অন্তত ১৫০টি দেশকে স্বাস্থ্যক্ষেত্রে সাহায্য করা হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ইউএন ইকনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল’-এর একটি সেশনে বক্তব্য রাখছিলেন মোদী। আর সেখানেই একথা উল্লেখ করেন তিনি।
এদিন তিনি আরও বলেন, ‘ভারত ইউএন সিকিউরিটি কাউন্সিলে খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে সদস্য হতে পেরেছে।
এদিন প্রধানমন্ত্রী বলেছেন, ”ভূমিকম্প হোক, ঘূর্ণিঝড় হোক, ইবোলা পরিস্থিতি হোক কিংবা ম্য়ান-মেড সংকট, ভারত সর্বদা এগিয়ে এসেছে। করোনার বিরুদ্ধে যৌথ লড়াইয়ে আমরা ১৫০টিরও বেশি দেশকে চিকিৎসা ও অন্য়ান্য় ক্ষেত্রে সহযোগিতা করেছি”।
রাষ্ট্রসংঘের মঞ্চে নমো বলেছেন, ”আমাদের লক্ষ্য় একটাই, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস”।
এদিন তিনি আরও বলেন, বরাবরই রাষ্ট্রসংঘের উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে সমর্থন করে এসেছে ভারত। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রাষ্ট্রসংঘে ইকনমিক অ্য়ান্ড সোশ্য়াল কাউন্সিলের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ভারতীয়।
উল্লেখ্য়, রাষ্ট্রসংঘের ৭৫ তম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীর ভাষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, গত ১৭ জুন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচনে যেভাবে সাফল্য় অর্জন করেছে ভারত, তারপর নমোর এমন ভাষণ উল্লেখযোগ্য় বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)