ইস্টবেঙ্গলের পাশে বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়
নিউজ ডেস্ক : ইস্টবেঙ্গলের আশিয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া জাকার্তার বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়, দুঃসময়ে ফের লাল-হলুদের পাশে দাড়ালেন। আর্থিক সমস্যায় জর্জরিত লাল-হলুদকে নির্ভরতা দিল প্রসূনের ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস লিমিটেড। কোয়েসের পর বিনিয়োগকারী খুঁজতে কালঘাম ছুটে যাওয়া ইস্টবেঙ্গলের পাশে দাঁড়ালেন জাকার্তার বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়। এই দুঃসময়ে ক্লাবের ৫০ শতাংশ শেয়ার কেনার ইচ্ছাপ্রকাশ করেছেন প্রবাসী বাঙালি। তাঁর কথায়, আইনি প্রক্রিয়া চলছে। সেসব মিটে গেলেই লালু-হলুদের বড় অংশের শেয়ার তিনি কিনে নেবেন বলে জানিয়েছেন প্রসূন।
ইস্টবেঙ্গলের আশিয়ান কাপ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়। ২০০৩ সালে জার্কাতায় ওই টুর্নামেন্ট খেলতে যাওয়া ইস্টবেঙ্গলকে নিজের হোটেলে রাখার পাশাপাশি ফুটবলারদের প্রস্তুতির জন্য সবকরম পরিকাঠামো সরবরাহ করেছিলেন প্রবাসী শিল্পপতি। সেই সময় থেকেই ইস্টবেঙ্গলের সঙ্গে তাঁর হৃদ্ধতা বলে জানিয়েছেন প্রসূন। তাই লাল হলুদ কর্তাদের কাছ থেকে পাওয়া বিনিয়োগের প্রস্তাব তিনি লুফে নেন বলেও জানিয়েছেন ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস লিমিটেডের মালিক।
স্পোর্টিং রাইটস হাতে না পাওয়া পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের ৭০ শতাংশ শেয়ার কোয়েসের হাতেই থাকবে। সেই শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন ২০১৭-১৮ মরশুমের আই লিগ জয়ী ক্লাব মিনার্ভা এফসি তথা মিনার্ভা অ্যাকাডেমির মালিক রঞ্জিত বাজাজ। মিনার্ভা অ্যাকাডেমির মালিক রঞ্জিত বাজাজ জানিয়েছেন, ইস্টবেঙ্গল ক্লাবের ৭০ শতাংশ শেয়ার কেনার ব্যাপারে কোয়েসের সঙ্গে তাঁদের কথা অনেকটাই এগিয়েছে। আইনি কাগজপত্র তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন পাঞ্জাবের ওই শিল্পপতি।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)