পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মহা মিছিল
অমিয় ঘোষ:- মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে ব্লকে ব্লকে তৃণমূলের মহা মিছিল। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল কুলটির তৃণমূল নেতৃত্ব।
সাকতোড়িয়া তৃণমূল কার্যালয় থেকে মিছিলটি শুরু করে সমগ্র অঞ্চল পরিক্রমা করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক উজ্জল চ্যাটার্জী, ব্লক প্রেসিডেন্ট মহেশ্বর মুখার্জী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। একই সাথে শহীদ সেনাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কিন্তু এই মিছিল কে কেন্দ্র করে তিন টি ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত না থাকায় নিজেদের মধ্যে এক আলোচনার সৃষ্টি হয়।স্থানীয় তৃণমূল নেতা জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে মিলে এই মিছিল করতে বলেছে। কিন্তু কেন এরা উপস্থিত হয় নি সেটা সঠিক বলতে পারবো না। হয় তো কোনো কাজ রয়েছে কাউন্সিলরের”।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)