করোনায় আজ শহীদ হলেন পুরুলিয়া ২ ব্লকের বিডিও
নিউজ ডেস্ক : ২০১০ ব্যাচ এর WBCS (Exe) অফিসার। পুরুলিয়া ২ ব্লকের বিডিও ছিলেন। বর্তমানে হুগলি জেলার চন্দননগর মহকুমায় DMDC হিসেবে কর্মরত ছিলেন। পরিযায়ী শ্রমিক যারা ডানকুনি তে আসছিলো তাদের ব্যবস্থা করার দায়িত্ব সামলেছেন। তারপর নিজেই কোভিড পজিটিভ হলেন। অবশেষে আজ শহীদ হলেন। চার বছরের সন্তান অকালেই মা কে হারালো।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)