হেমতাবাদের বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার , খুন বলে সন্দেহ দল - পরিবারের
নিউজ ডেস্ক : উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়াল বাংলার রাজনৈতিক মহলে। সোমবার ভোরে স্থানীয় একটি চায়ের দোকানে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের দাবি, আত্মহত্যা নয়, তাঁকে খুনই করা হয়েছে।
রায়গঞ্জের সুদর্শনপুরের থাকতেন তিনি। রবিবার সন্ধেয় তাঁর আদি বাড়ি বিন্দোলের বালিয়া থেকে ফিরছিলেন। তারপরই থেকেই তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ি না-ফেরায় সারারাত ধরে স্থানীয়রা খোঁজখবর করেন। কিন্তু তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি। সোমবার সকালে বিধায়কের বাড়ি থেকে প্রায় বেশ কিছুটা দূরে রাস্তার ধারে একটি বন্ধ চায়ের দোকানের সামনে বিধায়কের হাত-পা বাঁধা ঝুলন্ত দেহ মেলে। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এটি খুন নাকি আত্মহত্যার ঘটনা তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর সময় ও কারণ জানা যাবে।
মৃত বিধায়কের স্ত্রী তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান চাঁদিমা রায়ের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তদন্তের দাবি জানিয়েছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরিও। তিনি বলেন, ‘এই মৃত্যু সন্দেহজনক। একজন মানুষ হাতবাঁধা অবস্থায় আত্মহত্যা করতে পারেন না। পুলিশ সঠিক তদন্ত করুক।’
বিন্দোল গ্রাম পঞ্চায়েতে পরপর তিনবার সিপিএমের প্রধান ছিলেন তিনি। প্রথমে সিপিএমের টিকিটে বিধায়ক হলেও পরে তিনি বিজেপিতে যোগ দেন।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)