Facebook-এর বিকল্প Elyments ! উদ্বোধন করলেন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু
নিউজ ডেস্ক : যখন থেকেই ভারতে ৫৯ টি চীনা অ্যাপ ব্যান করা হয়েছে, তারপর থেকেই ভারতীয় অ্যাপ ডেভেলপাররা উঠে পড়ে লেগেছে বিকল্প অ্যাপ আনতে। ইতিমধ্যেই টিকটকের বিকল্প হিসাবে চিঙ্গারি, রোপোসো ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে । এবার ভারতের প্রথম সোশ্যাল মিডিয়া অ্যাপ Elyments লঞ্চ হল। উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভারতের এই প্রথম সোশ্যাল মিডিয়া অ্যাপ লঞ্চ করেন। এই অ্যাপটিতে আরও ভাল ফটোগ্রাফির জন্য ব্যবহারকারীরা এয়ার ক্যারেক্টর থেকে শুরু করে ইন বিল্ড ফিল্টারের সাপোর্ট পাবেন। এছাড়াও ব্যবহারকারীর ডেটা সুরক্ষার জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মতো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। Elyments এর বিশেষ বৈশিষ্ট্যটি হল ব্যবহারকারীদের সুস্পষ্ট সম্মতি ছাড়া তাদের ডেটা কোনও থার্ড পার্টিকে দেওয়া হবে না।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)