ওয়েবসাইট, SMS ও App-এ আজ জানা যাবে মাধ্যমিকের ফলাফল



ওয়েবসাইট, SMS ও App-এ আজ জানা যাবে মাধ্যমিকের ফলাফল




নিউজ ডেস্ক: শিক্ষাক্ষেত্রে অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছে এই অতিমারীতে। তার মধ্যেই প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফল। এবার ভার্চুয়ালি ফল প্রকাশ করা হবে। ঠিক সকাল ১০ টায় প্রকাশিত হবে সেই ফল।


সরকারি ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে রেজাল্ট:




১) মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbse.org তে ক্লিক করতে হবে।


২) WBBSE class 10 results লিঙ্কে ক্লিক করতে হবে।


৩) নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে ‘Submit’-অপশনে ক্লিক করতে হবে।


৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট WBBSE Madhyamik Result 2020 দেখাবে।


৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রেখে দেওয়া যাবে।




আরও একাধিক ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট দেখা যাবে, সেগুলি হল :





কীভাবে SMS-এর মাধ্যমে মাধ্য়মিক পরীক্ষা ২০২০ সালের রেজাল্ট দেখবেন :


WB10<space>Roll Number লিখে ৫৬৭৬৫০ নম্বরে মেসেজ পাঠিয়ে দিন।




কীভাবে App-এর মাধ্যমে রেজাল্ট দেখবেন :Google Play Store-এ গিয়ে Madhyamik Results 2020 App ডাউনলোড করুন। সেখানেই রেজাল্ট দেখতে পাবেন।




জানা গিয়েছে এদিন, জানা গিয়েছে, ফল ঘোষণার পাশাপাশি বুধবারই ছাত্রছাত্রীদের মেধাতালিকাও প্রকাশ করা হবে। তবে মাধ্যমিকের মার্কশিট পড়ুয়াদের হাতে দেওয়া হবে না। মার্কশিট দেওয়া হবে অভিভাবকদের হাতে। বুধবারই মাধ্যমিকের মেধাতালিকাও প্রকাশিত হবে।




করোনা পরিস্থিতির জেরে উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা শেষ করা যায়নি। লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় ওই ৩টি পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। তবে মাধ্যমিক পরীক্ষা তার আগেই শেষ হয়েছিল।




করোনা সংক্রমণের পরিস্থিতির কথা মাথায় রেখে এবার মার্কশিট সরাসরি ছাত্রছাত্রীদের হাতে দেওয়া হবে না। স্কুলে গিয়ে মার্কশিট আনতে হবে আভিভাবকদের।




এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। গোটা রাজ্যে করোনার সংক্রমণ উত্তরোত্তর বেড়ে চলায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকরা।




এদিকে, বুধবারই প্রকাশিত হতে চলেছে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফল। মঙ্গলবার টুইটে মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল এই তথ্য জানিয়েছেন। পড়ুয়াদের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।






এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন