Telegram Group Join Now
WhatsApp Group Join Now

শিলিগুড়ি-কলকাতা বাস রুট: পুজোর আগে চমক, নতুন এসি বাস পরিষেবা চালু, থাকছে পুজো পরিক্রমার সুবিধাও

শিলিগুড়ি-কলকাতা বাস রুট: পুজোর আগে চমক, নতুন এসি বাস পরিষেবা চালু, থাকছে পুজো পরিক্রমার সুবিধাও

Telegram Channel

Join Now

WhatsApp Group

Join Now

Google News

Follow


এখন বাংলা নিউজ ডেস্ক : উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যাত্রীদের জন্য এক বড় সুখবর এসেছে পুজোর আগেই। শিলিগুড়ি-কলকাতা রুটে চালু হল নতুন এসি রকেট বাস পরিষেবা। যাত্রীদের আরামদায়ক এবং ঝঞ্ঝাটমুক্ত যাত্রার সুবিধা দিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা এই পরিষেবা শুরু করেছে। এ ছাড়াও, পরিবেশবান্ধব সিএনজি বাস চালু করা হয়েছে কোচবিহার-শিলিগুড়ি রুটে, যা পরিবেশ রক্ষার বার্তা নিয়ে আসছে। ফলে, পুজোর সময় ভ্রমণ হবে আরও মসৃণ এবং আনন্দদায়ক।

নতুন এসি বাস পরিষেবা শিলিগুড়ি-কলকাতা রুটে :

মঙ্গলবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উপস্থিতিতে এই নতুন এসি বাস পরিষেবার উদ্বোধন করা হয়। আপাতত দুটি এসি রকেট বাস শিলিগুড়ি-কলকাতা রুটে চালানো হবে এবং খুব শীঘ্রই বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। যাত্রীদের আরামদায়ক ভ্রমণের কথা মাথায় রেখে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পাহাড়ি রুটেও পুজো পরিক্রমার জন্য বাস পরিষেবা :

শুধু শিলিগুড়ি-কলকাতা নয়, পাহাড়ি রুটেও পুজোর ভিড় সামলাতে ছোট বাস পরিষেবা চালু হচ্ছে। চতুর্থী এবং পঞ্চমীর দিন পুজো পরিক্রমার জন্য এই বাসগুলো ব্যবহার করা হবে। যাত্রীদের মধ্যে এই পরিষেবা দারুণ সাড়া ফেলেছে এবং অনেকেই ভ্রমণের জন্য অপেক্ষা করছেন।

এসি এবং নন-এসি বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে :

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা পুজোর সময় বিমান এবং রেলের উচ্চ ভাড়ার কথা বিবেচনা করে এসি এবং নন-এসি বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পরিষেবাগুলো বিশেষভাবে পর্যটকদের সুবিধার্থে তৈরি করা হয়েছে যাতে তারা যাত্রা বা পুজোর সময় কোনো সমস্যায় না পড়েন। পর্যটকদের জন্য পাহাড়ি রুটেও ছোট গাড়ি চালানোর ব্যবস্থাও করা হয়েছে, যাতে সহজেই তারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন।

পরিবহণ কর্মীদের পুরস্কার ও সম্মাননা :

পরিবহণ কর্মীদের কাজের দক্ষতা এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বিশেষ পুরস্কার এবং শংসাপত্র প্রদানের উদ্যোগ নিয়েছে। চালক, মেকানিকসহ একাধিক পদে কর্মরত কর্মীদের কাজের ভিত্তিতে এই সম্মান দেওয়া হবে। পার্থপ্রতিম রায় বলেন, "এই কর্মীরাই আমাদের সম্পদ। তাদের কাজের দক্ষতা বৃদ্ধির জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

সিএনজি বাস পরিষেবা চালু: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী :

পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী ভ্রমণ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কোচবিহার-শিলিগুড়ি রুটে পরীক্ষামূলকভাবে সিএনজি বাস চালু করা হয়েছে। পরিবেশ রক্ষার পাশাপাশি, এই পরিষেবা অর্থনৈতিকভাবে যাত্রীদের জন্য অনেক সুবিধা এনে দেবে বলে আশা করা হচ্ছে।

যাত্রীদের সুবিধা নিশ্চিত :

পুজোর সময় যাত্রা যাতে হয় আরামদায়ক এবং সাশ্রয়ী, সেই কথা মাথায় রেখেই কলকাতা-শিলিগুড়ি রুটে নতুন বাস পরিষেবা চালু করা হয়েছে। ফলে যাত্রীরা এবার যাত্রার সময় কোনও সমস্যার সম্মুখীন না হয়ে আরামদায়কভাবে ভ্রমণ করতে পারবেন।


আরোও পড়ুন পুজোর বিশেষ ট্রেন: উৎসবের মরসুমে চালু হতে চলেছে নতুন ট্রেন, জানুন বিস্তারিত রুট সম্পর্কে


আরোও পড়ুন LPG Gas Cylinder : রান্নার গ্যাস নিয়ে ফের বড় ঘোষণা সরকারের তরফে, উৎসবের মরশুমে খুশি সকলে


আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে


আরোও পড়ুন শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে অক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ

শিলিগুড়ি-কলকাতা বাস রুট: পুজোর আগে চমক, নতুন এসি বাস পরিষেবা চালু, থাকছে পুজো পরিক্রমার সুবিধাও | এখন বাংলা - Ekhon Bangla

আশা করি এই পোস্টটি বা " শিলিগুড়ি-কলকাতা বাস রুট: পুজোর আগে চমক, নতুন এসি বাস পরিষেবা চালু, থাকছে পুজো পরিক্রমার সুবিধাও " এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow করুন, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now