পুজোর বিশেষ ট্রেন: উৎসবের মরসুমে চালু হতে চলেছে নতুন ট্রেন, জানুন বিস্তারিত রুট সম্পর্কে

পুজোর বিশেষ ট্রেন: উৎসবের মরসুমে চালু হতে চলেছে নতুন ট্রেন, জানুন বিস্তারিত রুট সম্পর্কে

Telegram Channel

Join Now

WhatsApp Group

Join Now

Google News

Follow


এখন বাংলা নিউজ ডেস্ক : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসন্ন। এই সময় বাঙালিরা ব্যস্ত জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। দুর্গাপুজোর পাশাপাশি সারা দেশ জুড়ে উৎসবের মরসুম চলে আসছে আগামী দুই মাস ধরে। তবে উৎসবের মরসুমে যাত্রার জন্য টিকিট পাওয়া অনেক সময় কষ্টসাধ্য হয়ে ওঠে। সেই কারণেই ভারতীয় রেলপথ নতুন করে পুজোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে।

উৎসবের মরসুমে ৪০টি নতুন ট্রেন :

উৎসবের সময় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেল বিভাগ ৪০টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে। এই বিশেষ ট্রেনগুলিতে প্রায় ৪ লক্ষ বার্থ থাকবে, যা যাত্রীদের টিকিট সমস্যা সমাধানে সহায়ক হবে। এই ট্রেনগুলো ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে, অর্থাৎ প্রায় দুই মাস ধরে যাত্রীরা এ সুবিধা উপভোগ করতে পারবেন।

কোন কোন রুটে চলবে ট্রেনগুলো?

এই বিশেষ ট্রেনগুলো মূলত হাওড়া, শিয়ালদহ, আসানসোল, কলকাতা স্টেশন এবং মালদা টাউন থেকে যাত্রা শুরু করবে। যাত্রীরা দিঘা, পুরী, পাটনা, নিউ জলপাইগুড়ি, লখনউ, ভদোদরা, পুনে, আনন্দ বিহারের মতো বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন।

এক নজরে দেখে নিন কোন ট্রেনগুলো চলবে:

  • মালদা টাউন-উধনা-মালদা টাউন

  • হাওড়া-খাতিপুরা-হাওড়া

  • আসানসোল-খাতিপুরা-আসানসোল

  • শিয়ালদহ-গোরক্ষপুর-শিয়ালদহ

  • হাওড়া-রক্সাউল-হাওড়া (এই রুটে দুটি ট্রেন চলবে)

  • শিয়ালদহ-ভদোদরা-শিয়ালদহ (এই রুটেও দুটি ট্রেন থাকবে)

  • আসানসোল-আনন্দ বিহার-আসানসোল

  • মালদা টাউন-আনন্দ বিহার-মালদা টাউন

  • মালদা টাউন-দিঘা-মালদা টাউন

  • কলকাতা-পুরী-কলকাতা

  • শিয়ালদহ-জয়নগর-শিয়ালদহ

  • কলকাতা-পাটনা-কলকাতা

  • হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া

  • শিয়ালদহ-লখনউ-শিয়ালদহ

  • ভাগলপুর-হরিদ্বার-ভাগলপুর

  • মালদা টাউন-সেকেন্দ্রাবাদ-মালদা টাউন

  • মালদা টাউন-পুনে-মালদা টাউন

  • মালদা টাউন-নয়া দিল্লি-মালদা টাউন

  • ভাগলপুর-নয়া দিল্লি-ভাগলপুর

হাওড়া এবং শিয়ালদহ থেকে পূজা স্পেশাল ট্রেন :

হাওড়া থেকে চারটি বিশেষ ট্রেন চালানো হবে, যার গন্তব্য হবে খাতিপুরা, রক্সাউল এবং নিউ জলপাইগুড়ি। এই ট্রেনগুলোতে প্রায় ৫৪,৮৮৮টি বার্থ থাকবে। শিয়ালদহ থেকেও ছাড়া হবে চারটি বিশেষ ট্রেন, গন্তব্য গোরক্ষপুর, ভদোদরা, জয়নগর ও লখনউ। এতে থাকবে প্রায় ৯৮,৩৭৬টি বার্থ।

কলকাতা এবং মালদা টাউনের বিশেষ ব্যবস্থা :

কলকাতা স্টেশন থেকে দুটি ট্রেন ছাড়বে, একটি পুরী এবং অপরটি পাটনার দিকে। এগুলিতে প্রায় ৪৫,৮৪০টি বার্থ থাকবে। মালদা টাউন থেকে ছাড়া হবে ছয়টি ট্রেন, যেগুলি যাবে উধনা, আনন্দ বিহার, দিঘা, সেকেন্দ্রাবাদ, পুনে এবং দিল্লি। এই ট্রেনগুলোতে মোট ১,০০,০৪২টি বার্থ থাকবে।

ভাগলপুর স্টেশনের ট্রেন ব্যবস্থা :

ভাগলপুর স্টেশন থেকেও দুটি ট্রেন চলবে, যেগুলির গন্তব্য হরিদ্বার এবং দিল্লি। এগুলিতে থাকবে ৬০,৪১৬টি বার্থ।

ভারতীয় রেলের এই উদ্যোগের ফলে যাত্রীদের এবার পূজার ছুটিতে যাত্রার জন্য কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না। সহজে টিকিট পাওয়ার সুবিধা এবং অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা যাত্রীদের ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।


আরোও পড়ুন পুজোর ছুটি বাতিল! নবান্ন থেকে এই সরকারি কর্মীদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে


আরোও পড়ুন LPG Gas Cylinder : রান্নার গ্যাস নিয়ে ফের বড় ঘোষণা সরকারের তরফে, উৎসবের মরশুমে খুশি সকলে


আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে


আরোও পড়ুন শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে অক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ

পুজোর বিশেষ ট্রেন: উৎসবের মরসুমে চালু হতে চলেছে নতুন ট্রেন, জানুন বিস্তারিত রুট সম্পর্কে | এখন বাংলা - Ekhon Bangla

আশা করি এই পোস্টটি বা " পুজোর বিশেষ ট্রেন: উৎসবের মরসুমে চালু হতে চলেছে নতুন ট্রেন, জানুন বিস্তারিত রুট সম্পর্কে " এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow করুন, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন