New Ration Rules 2026: ২০২৬ থেকে রেশনে বড় বদল, কোন কার্ডে কমছে চাল আর কোথায় বাড়ছে গম—জেনে নিন নতুন নিয়ম
পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনে রেশন ব্যবস্থার গুরুত্ব আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেই রেশন ব্যবস্থাতেই এবার বড় পরিবর্তন আসতে চলেছে। খাদ্য দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারের রেশন কার্ডে চাল ও গমের বরাদ্দে রদবদল করা হচ্ছে। তাই যাঁদের কাছে কেন্দ্রীয় কার্ড রয়েছে, তাঁদের জন্য এই খবরটি বিশেষভাবে জানা জরুরি।
তবে স্বস্তির বিষয় হলো—বরাদ্দে পরিবর্তন হলেও রেশন সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া হবে। পাশাপাশি, রাজ্য সরকারের নিজস্ব কার্ডগুলিতে আপাতত কোনও পরিবর্তন আনা হয়নি।
কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম
২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত রেশন বন্টন চলবে বর্তমান নিয়মেই। অর্থাৎ, জানুয়ারি ২০২৬ থেকেই নতুন বরাদ্দ কার্যকর হবে। রাজ্যে বর্তমানে মূলত পাঁচ ধরনের রেশন কার্ড চালু রয়েছে—
AAY, PHH, SPHH এবং রাজ্য সরকারের RKSY-1 ও RKSY-2।
এবার দেখে নেওয়া যাক, কোন কার্ডে কী পরিবর্তন হচ্ছে।
অন্তর্দয় অন্ন যোজনা (AAY) কার্ডে কী বদল
AAY কার্ড সবচেয়ে দরিদ্র পরিবারগুলির জন্য বরাদ্দ এবং এখানে রেশন দেওয়া হয় পরিবার পিছু, সদস্য সংখ্যা অনুযায়ী নয়। এই কার্ডে চাল কমিয়ে গম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাল: আগে পরিবার পিছু ১৯ কেজি → এখন কমে হবে ১৫ কেজি
গম: আগে ১৪ কেজি → বাড়িয়ে করা হচ্ছে ২০ কেজি
আটা (গমের বদলে): আগে ১৩ কেজি ৩০০ গ্রাম → এখন মিলবে ১৯ কেজি
PHH ও SPHH কার্ডে কী পরিবর্তন
অগ্রাধিকার প্রাপ্ত (PHH) এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) কার্ডে রেশন দেওয়া হয় মাথাপিছু হিসেবে। এই দুই ক্ষেত্রেই চালের পরিমাণ কিছুটা কমছে, আর গমের পরিমাণ বাড়ছে।
নতুন নিয়ম অনুযায়ী—
চাল: মাথাপিছু আগে ৩ কেজি → এখন হবে ২ কেজি
গম: মাথাপিছু আগে ২ কেজি → বাড়িয়ে করা হচ্ছে ৩ কেজি
আটা (গমের বদলে): আগে মাথাপিছু ১ কেজি ৯০০ গ্রাম → এখন পাওয়া যাবে ২ কেজি ৮৫০ গ্রাম
রাজ্য সরকারের রেশন কার্ডে (RKSY-1 ও RKSY-2) কি কিছু বদল হচ্ছে?
এই প্রশ্নটি অনেকের মনেই ছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, RKSY-1 এবং RKSY-2 কার্ডে কোনও পরিবর্তন করা হচ্ছে না।
RKSY-1: আগের মতোই মাথাপিছু ৫ কেজি চাল বিনামূল্যে মিলবে
RKSY-2: মাথাপিছু ২ কেজি চাল আগের নিয়মেই দেওয়া হবে
এই দুই কার্ডে গম বা আটা নেই, শুধুমাত্র চালই বরাদ্দ থাকে
সব মিলিয়ে কী বোঝা যাচ্ছে
সার্বিকভাবে বলা যায়, কেন্দ্রীয় সরকারের রেশন ব্যবস্থায় চালের উপর নির্ভরতা কিছুটা কমিয়ে গমের ব্যবহার বাড়ানোর দিকেই জোর দেওয়া হচ্ছে। তাই ২০২৬ সাল থেকে রেশন দোকানে গেলে অনেকেরই প্রাপ্ত সামগ্রীতে পরিবর্তন চোখে পড়বে।
আগাম এই তথ্য জেনে রাখলে ভবিষ্যতে রেশন তোলার সময় কোনও বিভ্রান্তি হবে না।
আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে
আরোও পড়ুন মাত্র ২৪৯ টাকায় ৪৫ দিনের প্ল্যান! BSNL-এর নতুন অফারে টেলিকম দুনিয়ায় হইচই
আরোও পড়ুন WB Govt Employee: রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর? ১০% ডিএ বৃদ্ধির সম্ভাবনা!
New Ration Rules 2026: ২০২৬ থেকে রেশনে বড় বদল, কোন কার্ডে কমছে চাল আর কোথায় বাড়ছে গম | এখন বাংলা - Ekhon Bangla
আশা করি এই পোস্টটি বা " New Ration Rules 2026: ২০২৬ থেকে রেশনে বড় বদল, কোন কার্ডে কমছে চাল আর কোথায় বাড়ছে গম "এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।
%20(1).jpg)