SIP Investment Plan: রোজ মাত্র ৪৫০ টাকা জমিয়েই কোটিপতি! সহজ হিসাবেই জানুন দুর্দান্ত অঙ্ক
ধনী হওয়ার স্বপ্ন কে না দেখে! জীবনে আর্থিক নিরাপত্তা তৈরি করা, নিজের ও পরিবারের ভবিষ্যৎ স্বচ্ছল করা—সবাইই চাই। অনেকেই মনে করেন, ১ কোটি টাকার তহবিল গড়তে হলে শুরুতেই অনেক টাকা প্রয়োজন। কিন্তু সত্যিটা একেবারেই তা নয়। সঠিক পরিকল্পনা ও নিয়মিত সঞ্চয় থাকলে অল্প টাকাতেও বড় লক্ষ্য অর্জন করা একেবারেই সম্ভব।
বর্তমানে মিউচুয়াল ফান্ডে SIP (Systematic Investment Plan) এমন একটি পদ্ধতি, যেখানে খুব কম টাকা দিয়েই নিয়মিত বিনিয়োগ শুরু করা যায়। মাসে ৫০০ টাকাও পর্যাপ্ত। তবে আজ আমরা দেখব—প্রতিদিন মাত্র ৪৫০ টাকা জমিয়েও কীভাবে ১ কোটি টাকার তহবিল তৈরি করা যায়।
১৮ বছরে কোটিপতি হওয়ার বাস্তব হিসাব
রোজ ৪৫০ টাকা মানে মাসে ১৩,৫০০ টাকা। এই পরিমাণ টাকা যদি আপনি ভালো মানের মিউচুয়াল ফান্ডে ১৮ বছর ধরে SIP করেন এবং গড়ে বার্ষিক ১২% রিটার্ন পান, তাহলে যে অঙ্ক দাঁড়াবে তা সত্যিই অবাক করা।
হিসাব এক নজরে
অর্থাৎ আপনি ১৮ বছরে যা জমাচ্ছেন তার মোট পরিমাণ মাত্র ২৯ লক্ষ টাকার মতো, কিন্তু এর ওপর কম্পাউন্ডিং-এর শক্তিতে তা বেড়ে দাঁড়াচ্ছে ১ কোটি টাকারও বেশি!
আরও দ্রুত লক্ষ্য পূরণ: Step-up SIP
যদি আপনি চান ১৮ বছর অপেক্ষা না করে আরও আগে লক্ষ্য পূরণ করতে, তাহলে Step-up SIP হতে পারে দুর্দান্ত বিকল্প। এখানে প্রতি বছর আপনার বিনিয়োগ ১০% করে বাড়বে। এতে আপনার সঞ্চয় ও রিটার্ন—দুটোই দ্রুত বাড়বে।
১০% স্টেপ-আপ SIP-এর হিসাব
অর্থাৎ, স্টেপ-আপ SIP করলে মাত্র ১৫ বছরেই আপনি ১ কোটি ১৭ লক্ষ টাকার মালিক হতে পারেন
শেষ কথা
রোজ ৪৫০ টাকা জমানো খুব কঠিন নয়—এক কাপ চায়ের দাম কমিয়ে বা অপ্রয়োজনীয় খরচ বাদ দিলেই এই টাকা সহজেই সঞ্চয় করা যায়। তবে এই ছোট সঞ্চয়ই ভবিষ্যতে আপনার আর্থিক নিরাপত্তার ভরসা হতে পারে। ধৈর্য, নিয়মিততা এবং কম্পাউন্ডিং—এই তিনেই রয়েছে সাফল্যের রহস্য।
বিঃদ্রঃ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে বাজার ঝুঁকি থাকে। তাই স্কিমের নথি ভালোভাবে পড়ে নিন এবং প্রয়োজনে অভিজ্ঞ আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। এই লেখা শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে।
আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে
আরোও পড়ুন মাত্র ২৪৯ টাকায় ৪৫ দিনের প্ল্যান! BSNL-এর নতুন অফারে টেলিকম দুনিয়ায় হইচই
আরোও পড়ুন WB Govt Employee: রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর? ১০% ডিএ বৃদ্ধির সম্ভাবনা!
SIP Investment Plan: রোজ মাত্র ৪৫০ টাকা জমিয়েই কোটিপতি! | এখন বাংলা - Ekhon Bangla
আশা করি এই পোস্টটি বা " SIP Investment Plan: রোজ মাত্র ৪৫০ টাকা জমিয়েই কোটিপতি! "এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।
.jpg)