Telegram Group Join Now
WhatsApp Group Join Now

 

Primary Teacher Recruitment : প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০০৯ ও ২০১৪—হাইকোর্টে বড় নড়াচড়া, নতুন আশায় চাকরিপ্রার্থীরা

Primary Teacher Recruitment : প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০০৯ ও ২০১৪—হাইকোর্টে বড় নড়াচড়া, নতুন আশায় চাকরিপ্রার্থীরা

পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ ঘিরে বহু বছর ধরে চলা জট কি অবশেষে খুলতে চলেছে? আদালতের সাম্প্রতিক গতিবিধি দেখে অন্তত প্রার্থীদের মনে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ২০১৪ ও ২০০৯ সালের নিয়োগ সংক্রান্ত একাধিক মামলায় নতুন অগ্রগতি দেখা গেছে।

আজ বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে এই মামলাগুলির কয়েকটি বিষয় মেনশন করা হয়। আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যাতে দ্রুত শুনানি শুরু হয় এবং আইনি জট দ্রুত কাটে।

২০১৪ সালের নিয়োগ—নতুন দিক উন্মোচন

২০১৪ সালের টেটের ভিত্তিতে হওয়া শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের অন্ত নেই। বিশেষ করে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল মামলার রায় ডিভিশন বেঞ্চে বিচারাধীন থাকায়, অনেক ব্যক্তিগত রিট পিটিশনের শুনানি এতদিন আটকে ছিল।

তবে সম্প্রতি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে—
ব্যক্তিগত বা ‘ইন্ডিপেন্ডেন্ট রিট’ সিঙ্গল বেঞ্চেই শুনানি হবে।

এর ফলে বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে আজ এই মামলাগুলি নতুন করে মেনশন করা হয়। এর মধ্যে রয়েছে—

কাট-অফ মার্কস নিয়ে অভিযোগ

অনেক প্রার্থী দাবি করেছেন যে নিয়োগ প্রক্রিয়ায় কাট-অফ ঠিকভাবে মানা হয়নি। কেউ কম নম্বর পেয়েও র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন—এই অভিযোগ এখন শুনানির পর্যায়ে এগোবে।

সংরক্ষিত বিভাগে ৮২ নম্বরপ্রাপ্ত ট্রেন্ড প্রার্থীদের দাবি

টেটে ৮২ নম্বর পাওয়া প্রশিক্ষিত প্রার্থীরা বহুদিন ধরে ন্যায্য নিয়োগের দাবি তোলছেন। ডিভিশন বেঞ্চের জট কেটে যাওয়ায় এবার তাদের মামলাও দ্রুত শুনানিতে আসতে পারে।

২০০৯ সালের নিয়োগ—বঞ্চিতদের দীর্ঘ প্রতীক্ষা

শুধুমাত্র ২০১৪ নয়, ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও আজ আদালতে তৎপরতা দেখা গেছে।
উত্তর ২৪ পরগনা, মালদহ এবং হাওড়ার নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ রয়েছে।

বিচারপতি রাজাশেখর মান্থা আগেই একটি নির্দিষ্ট কাট-অফ ডেট বেঁধে দিয়েছিলেন। অভিযোগ—
সেই সময়সীমায় আবেদন করেও বহু যোগ্য প্রার্থী চাকরি পাননি।

আজ সেই বঞ্চিত প্রার্থীরা নিজেদের মামলা মেনশন করেন এবং দ্রুত শুনানির দাবি জানান।

শুনানি কবে?

আজ মামলাগুলি মেনশন করা হলেও ঠিক কবে শুনানি শুরু হবে তা এখনও স্পষ্ট নয়।
কারণ—

  • বর্তমানে হাইকোর্টে ২০২৩-২৫ শিক্ষাবর্ষ

  • এবং NIOS সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ মামলা শুনানিতে রয়েছে।

তবে আইনজীবী ও প্রার্থীদের আশাবাদ—
ডিভিশন বেঞ্চের বাধা কাটায় এবার বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে দ্রুত নিয়মিত শুনানি শুরু হবে।
বহুদিনের বঞ্চনা শেষ করে প্রার্থীরা হয়তো অবশেষে তাদের প্রাপ্য চাকরি ফিরে পাবেন।

আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে


আরোও পড়ুন মাত্র ২৪৯ টাকায় ৪৫ দিনের প্ল্যান! BSNL-এর নতুন অফারে টেলিকম দুনিয়ায় হইচই


আরোও পড়ুন WB Govt Employee: রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর? ১০% ডিএ বৃদ্ধির সম্ভাবনা!

Google News

Follow Now

Telegram Channel

Follow Now

WhatsApp Channel

Follow Now

Primary Teacher Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০০৯ ও ২০১৪ | এখন বাংলা - Ekhon Bangla

আশা করি এই পোস্টটি বা " Primary Teacher Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০০৯ ও ২০১৪ "এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।

নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now