WBSSC Recruitment: ক্লার্ক ও গ্রুপ-ডি নিয়োগে বড় স্বস্তি! আবেদনের সময় বাড়াল কমিশন
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এ এক অত্যন্ত সুখবর। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBSSC) একটি নতুন নোটিশ প্রকাশ করে জানিয়েছে, 1st SLST (NTS), 2025–এর অধীনে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। যাঁরা শেষ মুহূর্তে আবেদন করতে না পেরে দুশ্চিন্তায় ছিলেন, তাঁদের জন্য এটি বড় সুযোগ।
নোটিশ সম্পর্কে যা জানা গেল
কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মেমো নম্বর 2275/7017/CSSC/ESTT/2025।
৮ ডিসেম্বর ২০২৫ তারিখে আচার্য সদন, সল্টলেক থেকে নোটিশটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে জানানো হয়েছে—অনেকে সার্ভার সমস্যা বা ব্যক্তিগত কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম পূরণ করতে পারেননি। তাই সাধারণের স্বার্থে আবেদন করার সময় কিছুটা বাড়ানো হল।
নতুন সময়সীমা এক নজরে
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
কমিশন সময়সীমা বাড়ালেও শেষ দিনে আবেদন করতে যাওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। সেই দিন অনেকেই ভিড় করেন, ফলে ওয়েবসাইট স্লো হয়ে যেতে পারে।
তাই যারা আবেদন করতে চান, তাঁদের পরামর্শ—১২ ডিসেম্বরের আগেই ফর্ম ফিলাপ ও ফি পেমেন্ট সম্পূর্ণ করে নিন।
এই নিয়োগ প্রক্রিয়া Non-Teaching Staff (NTS) হিসাবে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সুযোগ পেয়ে দেরি না করে WBSSC–র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন শেষ করে ফেলুন।
WBSSC–র এই সময়সীমা বৃদ্ধি বহু চাকরিপ্রার্থীকে আবারও আবেদন করার সুযোগ দিল।
যে কোনও নতুন আপডেট বা বিজ্ঞপ্তি জানতে নিয়মিত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ রইল।
আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে
আরোও পড়ুন মাত্র ২৪৯ টাকায় ৪৫ দিনের প্ল্যান! BSNL-এর নতুন অফারে টেলিকম দুনিয়ায় হইচই
আরোও পড়ুন WB Govt Employee: রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর? ১০% ডিএ বৃদ্ধির সম্ভাবনা!
WBSSC Recruitment: ক্লার্ক ও গ্রুপ-ডি নিয়োগে বড় স্বস্তি! | এখন বাংলা - Ekhon Bangla
আশা করি এই পোস্টটি বা " WBSSC Recruitment: ক্লার্ক ও গ্রুপ-ডি নিয়োগে বড় স্বস্তি! "এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।
%20(1).jpg)