লক ডাউনের জন্য স্বামীর সাথে শেষ দেখা আর হলনা সুজাতার
কল্যাণ দত্ত, বর্ধমান : আজ বেলা বারোটার সময় জ্বরে আক্রান্ত হয়ে মারা গেল মায়ের সাথে গলসির মামার বাড়িতে বেডাতে আসা সুজাতার স্বামী। বার বার ফোনে ডাকার পরও কোনরকমে স্বামীর কাছে পৌছাতে পারলোনা সে। জানা গেছে, মাত্র চারমাস আগে উত্তর প্রদেশের ফিরোজাবাদের রবিদাস নগরের অজয় গৌতমের সাথে বিয়ে হয়েছিল সেই রাজ্যেরই মেনপুরী জেলার কীরোতপুর গ্রামের ফুলবতী গৌতম ওরফে সুজাতার। বিয়ের পর তিনমাস স্বামীর সাথে সংসার তার। তারপর দেড়মাস আগে মা বাবা ও দুই ভাইয়ের সাথে মামার বাড়ি পূর্ব বর্ধমানের গলসিতে মেলা দেখতে আসে সুজাতা। আসার পর লকডাউনের জেরে গলসি স্টেশনে মামার বাড়িতে আটকে পরে সে।
এক সপ্তাহ আগে জানতে পারে তার স্বামী অজয়ের জ্বর আসায় স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সেইদিনের পর থেকে কয়েকবার ফোনেও কথা হয়ছিল অজয়ের সাথে। তাকে বার বার বাড়ি আসতে অনুরোধ করে স্বামী অজয়। কিন্তু লকডাউনে কোন উপায় না থাকায় তারা লকডাউন উঠার দিন গুনতে থাকে। আজ সকালে মামার বাড়িতে খবর আসে তার স্বামীর খুব বাড়াবাড়ি তাকে বাড়ি আসতেই হবে। এরপর বেলা ১১ টা নাগাদ খবর আসে তার স্বামী মারা গেছে। তারপরই মায়ের কোলে কান্নায় ভেঁঙে পরে সুজাতা। এদিন বেলা বারোটা নাগাদ মাকে নিয়ে গলসি থানায় যায় উত্তর প্রদেশে ফেরত যাওয়ায় অনুমতি নিতে। তবে সেখান থেকে ব্যার্থ হয়ে ফিরে আসে তারা। সরকারের কাছে তার মা ও মামার অনুরোধ তাদের নিজ বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করুক সরকার।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর।