দেশে জারি হতে পারে ১৪৪ ধারা! সাফ জানিয়ে দিলো কেন্দ্র সরকার
করোনা ভাইরাস প্রতিরোধে এই বছরে প্রথম ২২ শে মার্চ দেশজুড়ে কারফিউ জারি করা হয়। এরপর ২৪ শে মার্চ থেকে সমগ্র দেশ জুড়ে লকডাউন শুরু হয়। গতকাল তৃতীয় দফার লকডাউন শেষ হয়েছে আজ অর্থাৎ ১৮ ই মে থেকে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন, যা জারি থাকার কথা আগামী ৩১ শে মে পর্যন্ত। চতুর্থ দফার লকডাউনে কেন্দ্র থেকে প্রচুর ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। চতুর্থ লকডাউনের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে নাইট কারফিউ জারি থাকার কথা। কিন্তু কেমন হবে এই নাইট? কারফিউ কি বলছে কেন্দ্র, দেখে নিন।
চতুর্থ পর্যায়ের লকডাউনে প্রকাশিত নতুন নির্দেশিকায় অনেক কিছুর ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। জারি থাকবে বেশ কিছু নিষেধাজ্ঞা। সেই উদ্দেশ্যে দেশজুড়ে নাইট কারফিউ জারি করা হয়েছে। রোজ সন্ধ্যে ৭ টা থেকে পরের দিন সকাল ৭ টা পর্যন্ত জারি থাকবে এই কারফিউ। অর্থাৎ অত্যাবশ্যকীয় কাজ ছাড়া কোন ব্যক্তি সন্ধ্যা ৭ টা থেকে পরের দিন সকাল ৭ টার মধ্যে কোথাও বেরোনোর ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে।
এই নির্দেশ মানতে প্রয়োজনে স্থানীয় প্রশাসন গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করতে পারবে। সব জোনের ক্ষেত্রেই অর্থাৎ কনটেইনমেন্ট, বাফার, রেড, অরেঞ্জ ও গ্রিন জোন, সবক্ষেত্রেই জারি থাকবে নাইট কারফিউ। এই নির্দেশ সঠিকভাবে পালন করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)