BREAKING: একদিনে সর্বাধিক সংক্রমণ, মৃত বেড়ে ৩৩০৩



BREAKING: একদিনে সর্বাধিক সংক্রমণ, মৃত বেড়ে ৩৩০৩





 দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় দেশে সর্বাধিক হয়েছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছেন ৫৬১১ জন। নতুন করে মৃত্যু হয়েছে হয়েছে ১৪০ জনের।




মঙ্গলবার থেকে বুধবার সকাল অবধি মৃত্যুর জেরে লাফিয়ে বেড়েছে সংক্রমণ। এখন পর্যন্ত মোট আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬ হাজার ৭৫০। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৬১ হাজারের বেশি। মোট মৃত্যু হয়েছে ৩৩০৩ জনের। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই খবর মিলেছে।




বেশ কয়েকটি রাজ্য করোনভাইরাস থেকে অপেক্ষাকৃত নিরাপদ এলাকায় বাজার, স্থানীয় পরিবহন এবং এমনকি সেলুনগুলি পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে। তবে, স্কুল, কলেজ, থিয়েটার এবং মলগুলি বন্ধ থাকবে। লকডাউন শিথিল হতেই করোনা সমক্রমণ লাফিয়ে বাড়ছে।




অন্যদিকে দেশে করোনা পরিস্থিতি বিবেচনা করে সোমবার থেকে শুরু হয়েছে লকডাউন। আগামী ৩১ মে পর্যন্ত দেশজুড়ে জারি থাকবে লকডাউন। এই ১৪ দিনের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন গাইডলাইন জারি করা হয়েছে।




পাশাপাশি যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু করতে চলেছে রেলমন্ত্রক। জুন মাসের শুরু থেকে প্রতিদিন ২০০টি ট্রেন চলবে বলে জানানো হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে। এক্ষেত্রেও যাত্রীদের ফেস মাস্ক লাগিয়ে ও সামাজিক দূরত্ব মেনে ট্রেনে চড়তে হবে বলে জানানো হয়েছে। এই ট্রেনগুলি শীতাতপ নিয়ন্ত্রিত হবে না।




এর আগে প্রাথমিকভাবে ১৫ জোড়া বিশেষ শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন চালু করা হয়। ১২ই মে থেকে চালু হয় ট্রেন পরিষেবা, তবে শর্তসাপেক্ষে। কোনও কোনও ট্রেন চলে সপ্তাহে ২ দিন, কোনওটা ৩ দিন আবার কোনও ট্রেন চলে প্রত্যেকদিনই। এই বিশেষ এসি ট্রেনগুলিতে যাত্রা কিছুটা নিয়ম মেনে করানো হচ্ছে। এই ট্রেনে চড়া যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আরোহীদের মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে হবে বলে জানানো হয়েছিল।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : sangbadpratidin




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন