দাপুটে বর্ষা, ভোর থেকেই শুরু ভীষণ বৃষ্টি
নিউজ ডেস্ক , কলকাতা : ভোর হতেই ঝেঁপে বৃষ্টি। বর্ষার ব্যাটিং যে ভালোরকম ভাবে শুরু হয়েছে তা স্পষ্ট হয়ে যাচ্ছে। এদিন ভোরে ৫.৪৫ নাগাদ আলিপুর আবহাওয়া দফতর জানায় হাওড়া , কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, নদীয়ায় ভারী বৃষ্টি হবে। এর মিনিট খানেকের মধ্যেই ঝেঁপে বৃষ্টি শুরু হয়ে যায় ছয় জেলায়।
এদিন ভোরবেলা সূর্যের মুখ দেখা যায়নি। মেঘলা আকাশে জেলায় জেলায় শুরু হয় ঝেঁপে বৃষ্টি। তবে ঝড়ো হাওয়া ছিল। কারণ এবার কেবলই বৃষ্টির পালা। পূর্বাভাস মেনে আজ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা ছিল। পরক্ষনেই শুরু হয় মেঘ গুড়গুড়। চলছে বর্ষার বৃষ্টি। এই বৃষ্টির পরিমান ক্রমে বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই বৃষ্টিতে দক্ষিণবঙ্গ সহ কলকাতার আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই কমেছে।
প্রসঙ্গত শুক্রবার নির্ঘণ্ট মেনে সঠিক সময়ে রাজ্যে আসে বর্ষা। দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় একসঙ্গে আগমন হয় বর্ষার। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, দুই ২৪ পরগণা, হুগলী, নদীয়া, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে এসেছে বর্ষা। উত্তরবঙ্গের কোচবিহার , জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও মালদহে এসেছে বর্ষা। এমনটাই জানায় আলিপুর আবহাওয়া দফতর। গত বছরে ২১ জুন এসেছিল বর্ষা। এই মরসুমে আমফানের ঠেলায় তা আর দেরি না করে একদম সঠিক সময়েই রাজ্যে প্রবেশ করল বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে এটাও লক্ষণীয় ১২ জুন, জ্যৈষ্ঠ শেষ হতে এখনও দিন তিনেক দেরী। এমন সময়েই চলে এল বর্ষা।
‘নর্দান লিমিট অফ মনসুন’ বা ‘এনএলএম’ অবস্থান করছে ১৮ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৬০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ, ১৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ , ৭০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। যাচ্ছে হরনাই, বরামতি, বিড, ওয়ারধা, রাইপুর, সম্বলপুর, বারিপদা, বর্ধমান শিলিগুড়ির ২৭ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৭.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ দিয়ে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা ঘিরে ফেলবে সম্পূর্ণ পশ্চিমবঙ্গকে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)