করোনা এড়াতে মালদহে হলুদ-মিশ্রিত দুধ পান পুলিশকর্মীদের
নিউজ ডেস্ক, মালদহ: করোনা রুখতে দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ব্যাপারে সওয়াল করে চলেছেন বিশেষজ্ঞরা। মালদহের থানায় থানায় হলুদ দুধ খাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। করোনা মোকাবিলায় হলুদ মিশ্রিত দুধ পান করছেন মালদহের পুলিশকর্মীরা।
শুধু দুধই নয় মারণ ভাইরাসের সংক্রমণ এড়াতে দিনে কমপক্ষে পাঁচ থেকে ছ’বার ভেষজ চাও পান করছেন পুলিশকর্মীরা।
করোনা মোকাবিলায় একেবারে সামনের সারিতে থেকে স্বাস্থ্যকর্মীদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলেয়ে কাজ করে চলেছেন পুলিশকর্মীরা।
করোনা মোকাবিলায় লকডাউন পালনে নজরদারি থেকে শুরু করে আক্রান্ত ব্যক্তির হদিশ পেলে তাঁকে বাড়ি থেকে এনে হাসপাতালে ভর্তির সব ব্যবস্থাই করতে হচ্ছে পুলিশকর্মীদের। এছাড়াও শ্রমিক স্পেশাল ট্রেনে ফেরা শ্রমিকদেরও তাঁদের গন্তব্যে ফেরাতে তৎপরতা নিচ্ছে পুলিশ। এভাবে ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে প্রায়শই করোনা আক্রান্ত হচ্ছেন পুলিশকর্মীরাও।
ফাইল ছবি
করোনা আবহেও কর্তব্যে অবিচল পুলিশ। তাঁদের সংক্রমিত হয়ে পড়ার ঝুঁকিও বেশি। সেই কারণেই এবার পুলিশকর্মীদের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার ব্যাপারে নজর দিয়েছে মালদহ জেলা পুলিশ প্রশাসন।
মালদহে পুলিশকর্মীর জন্য তৈরি হয়েছে মেনু চার্ট। তাঁদের দেওয়া হচ্ছে উষ্ণ লেবু জল। দেওয়া হচ্ছে হলুদ-মিশ্রিত গরম দুধ। একইসঙ্গে ভেষজ চাও বারবার পান করতে বলা হচ্ছে পুলিশকর্মীদের।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)