ভারতে আসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল সিস্টেম! নিমেষেই ধুলিসাৎ করে দেবে শক্রপক্ষকে

ভারতে আসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইল সিস্টেম! নিমেষেই ধুলিসাৎ করে দেবে শক্রপক্ষকে

নিউজ ডেস্ক : দিন দিন চিনের আগ্ৰাসন বেড়েই চলেছে। শেষবারের চিনকে কড়া হুঁশিয়ার দিয়েছে ভারত। এবার চিনকে চাপে ফেলতে রাশিয়ার থেকে এস ৪০০ মিসাইল সিস্টেম কিনলো ভারত। চিনের সঙ্গে উত্তেজনার পারদ বাড়তেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই মিসাইল কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করে। কিন্তু কোনোমতেই রাশিয়া রাজি ছিল না। অনেক কাঠ খড় পোড়ার পর এই মিসাইল সিস্টেম হাতে পাচ্ছে ভারত।

এই মিসাইলের ক্ষমতা যথেষ্ট পরিমাণে বেশি। মাটি থেকে আকাশে যে কোনও টার্গেটকে আঘাত হানতে সক্ষম এই মিসাইল। মুহূর্তের মধ্যে ভেঙে গুঁড়িয়ে দেবে শত্রুপক্ষকে। একসঙ্গে ৩০০’রও বেশি ক্ষেপণাস্ত্র নিয়ে যাওয়ার ক্ষমতা আছে এই সিস্টেমের। ১৯৯০ সালে এই মিসাইল সিস্টেম আবিষ্কার করে রাশিয়া। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ও শক্তিশালী এয়ার ডিফেন্সের মধ্যে অন্যতম হল এই মিসাইল সিস্টেম।

এই এস ৪০০ মিসাইল সিস্টেমের অন্যতম বৈশিষ্ট্য হলো, এই মিসাইলের রাডারে কমপক্ষে ৬০০ কিলোমিটার পর্যন্ত টার্গেটকে দেখা যায়। প্রসঙ্গত, লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের ওপর আচমকাই হামলা করে চিন। চিনের ওই হামলায় শহীদ হন ২০ জন ভারতীয় জওয়ান। এই আক্রমণের বদলা নিতেই নিজেদের আরো শক্তিশালী করছে ভারত। চিনকে শুধু হুঁশিয়ারিই নয়, প্রয়োজনে যে চিনকে যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারত।




এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন