করোনা আক্রান্ত ১৯৮৬ এর বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনার কোচ
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: কোভিড ১৯-এ আক্রান্ত হলেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের কোচ কার্লোস বিলার্দো। সম্প্রতি করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। যদিও তাঁর শরীরে মারণ ভাইরাসের কোনও রকম উপসর্গ দেখা দেয়নি বলে জানিয়েছে বিলার্দোর পরিবার।
১৯৮৬ মারাদোনা সমৃদ্ধ লাতিন আমেরিকার অন্যতম ফুটবল শক্তি আর্জেন্তিনা শেষবারের মত বিশ্বকাপের মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। শেষবার বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্তিনার দায়িত্ব ন্যস্ত ছিল বিলার্দোর হাতেই। ৮২ বছরের আর্জেন্তাইন কোচের পরিবার সূত্রে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী বিলার্দো আপাতত স্বাভাবিক রয়েছেন। তবে কেবল করোনা নয়, নানাবিধ শারীরীক সমস্যা নিয়ে বিগত দু’বছর ধরে বুয়েনস আয়রসের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন বিলার্দো। শরীরে নানাবিধ রোগ একসঙ্গে বাসা বাঁধার কারণেই চিন্তায় রয়েছেন চিকিৎসকেরা।
বিলার্দোর আরোগ্য কামনা করেছে তাঁর প্রাক্তন ক্লাব এস্তাদিয়ান্তেস। ১৯৬৮-৭০ আর্জেন্তিনার এই ক্লাবের হয়েই ফুটবলার হিসেবে তিনবার কোপা লিবার্তাদোরেস জিতেছিলেন বিলার্দো। তবে কোচ হিসেবে মেক্সিকোর মাটিতে ১৯৮৬ আর্জেন্তিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করাই এই আর্জেন্তাইনের সবচেয়ে বড় কীর্তি। ইতালিতে পরের বিশ্বকাপে তাঁর প্রশিক্ষণেই ফাইনালে পৌঁছেছিল আর্জেন্তিনা। ফুটবলার, ফুটবল কোচিংয়ের পাশাপাশি একজন চিকিৎসকও ছিলেন বিলার্দো।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)