লকডাউন তুললেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
স্পোর্টস ডেস্ক: কেন্দ্রীয় সরকার ৮ই জুন থেকে দেশের সব হোটেল, রেস্তোরাঁ, ধর্মস্থান খুলে দিতে নির্দেশ দিয়েছে। এই নির্দেশের কথা উল্লেখ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৮ই জুন থেকে দিল্লিতে লক ডাউন তুলে দিলেন।
রবিবার তিনি মন্ত্রিসভার বৈঠকের পর এই কথা জানান। তিনি বলেন, “কেন্দ্র ৮ই জুন থেকে দেশের সব হোটেল, রেস্তোরাঁ, ধর্মস্থান খুলে দিতে নির্দেশ দিয়েছে। দিল্লিতেও ৮ই জুন থেকে শপিং মল, রেস্তোরাঁ সহ সব খুলে দেওয়া হচ্ছে। খুলে দেওয়া হচ্ছে দিল্লির সঙ্গে অন্য রাজ্যের সীমান্ত। তবে এই নির্দেশের মানে কেউ ভাববেন না লক ডাউন উঠে গেল মানেই করোনা চলে গেছে।”
তিনি বলেন, “সবার কাছে হাতজোড় করে অনুরোধ করছি, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব মেনে চলুন এবং বারবার হাত ধুয়ে চলুন।” লক ডাউন তুলে দিলে যে দিল্লিতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়বে তা মেনে নিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, “লকডাউন তোলার তিনদিনের মধ্যে দিল্লির সংক্রমণ আরও বাড়বে। তাই দিল্লির কেন্দ্রীয় সরকারি হাসপাতাল ছাড়া বাকি সব হাসপাতালে অন্য রাজ্যের মানুষদের চিকিৎসার সুযোগ দেওয়া হবে না। বিপদের কথা মনে রেখে দিল্লির বড় হোটেল ও ব্যাঙ্কোয়েট হল এখন খোলা হবে না। হোটেল ও ব্যাঙ্কোয়েট হলগুলোকে করোনা চিকিৎসার হাসপাতালে রূপান্তরিত করা হবে।”
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)