সঠিক সময়ে চিনকে যোগ্য জবাব দেবে ভারত: দিলীপ ঘোষ
নিউজ ডেস্ক, কলকাতা: ‘চিনকে যোগ্য জবাব দেবে ভারত। সময় সব কিছুরই জবাব দেবে।’ লাদাখের গালওয়ান সীমান্তে ভারত ও চিন সেনার সংঘর্ষ নিয়ে এমনই মন্তব্য করলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার কলকতার সীতারাম স্ট্রিটে বিজেপির ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ।
‘ভারতীয় ভূখণ্ডকে রক্ষা করতে যা যা করা দরকার, আমাদের বীর সেনারা তাই করছেন, জল, স্থল ও আকাশপথে দেশ রক্ষার কাজ করে চলেছে সেনা। দেশের দিকে চোখ তুলে তাকাবার শক্তি কারও নেই।’
শনিবার সর্বদল বৈঠক শেষে এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কলকাতায় দিলীপ ঘোষও মোদীর সেই মন্তব্যকেই তুলে ধরলেন।
এদিন সকালে সীতারাম স্ট্রিটে বিজেপির ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই চিন-ভারত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘এখন আধুনিক যুগ। যা ঘটে সবটাই স্যাটেলাইটে ধরা পড়ে। বালাকোটের আক্রমণেরও প্রমাণ রয়েছে। সময় সবকিছুরই যোগ্য জবাব মিলবে।’
চিন-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে বলার পাশাপাশি এদিন মেদিনীপুরে নিহত বিজেপি কর্মী প্রসঙ্গেও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষ।
শাসকদলের মদতেই মেদিনীপুরে তাঁদের কর্মী খুন হয়েছেন বলে দাবি দিলীপ ঘোষের। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘তৃণমূল আমাদের কর্মীকে খুন করেছে। দাঁতনে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাব।’
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)