৬ হাজার বাসমালিককে ভর্তুকি, মাসিক ১৫ হাজার টাকা করে দেবে রাজ্য
নিউজ ডেস্ক, কলকাতা: ভাড়া বাড়বে না, তবে বেসরকারি বাসমালিকদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইসঙ্গে বাসের চালক ও কন্ডাক্টরদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনারও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ৩ মাস ৬ হাজার বেসরকারি বাসমালিককে আর্থিক সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকারের ২৭ কোটি টাকার কাছাকাছি খরচ হবে বলে জানা গিয়েছে।
করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে বাস চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে বাসে গাদাগাদি করে যাত্রী নেওয়া যাবে না বলে সাফ জানানো হয়েছে।
এর ওপর সংক্রমণ ছড়ানোর আতঙ্কে এখনও যাত্রী সংখ্যা কম। এই পরিস্থিতিতে ভাড়া বাড়ানোর দাবিতে অনড় ছিলেন বেসরকারি বাসমালিকরা। এ নিয়ে রাজ্যের সঙ্গে একাধিকবার আলোচনাও হয় বেসরকারি বাসমালিক সংগঠনগুলির। তবে লকডাউন পরিস্থিতিতে ভাড়া বাড়ানোয় সায় দেয়নি রাজ্য সরকার।
তবে বেসরকারি বাসমালিকদের ক্ষতি পোষাতে তাঁদের আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার নবান্নে জানিয়েছেন বেসরকারি বাস মালিকদের আগামী তিন মাস ১৫ হাজার টাকা করে ভর্তুকি দেবে রাজ্য।
এর জন্য রাজ্যের খরচ হবে ২৭ কোটি টাকা। এরই পাশাপাশি বেসরকারি বাসের চালক ও কন্ডাক্টরদের নিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নিয়ে আসার সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)