শক্ত ঘাঁটিতে থাবা তৃণমূলের, দল ছাড়লেন বহু নেতা-কর্মী
নিউজ ডেস্ক, পুরুলিয়াঃ হাতে আর কয়েকটা মাস! গত কয়েকদিন আগে ভার্চুয়াল সভা করে বাংলায় বিধানসভা ভোটের ঘন্টা বাজিয়ে দিয়েছেন অমিত শাহ। বাংলা দখলের স্বপ্ন দেখছে বঙ্গ-বিজেপি। যদিও হাত গুটিয়ে বসে নেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১-এর বিধানসভার দিকে তাকিয়ে ফের একবার সংগঠনকে চাঙ্গা করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল।
ইতিমধ্যে ভোট কৌশলি প্রশান্ত কিশোরের পরামর্শে কাজ করে চলেছে তৃণমূল। বাংলার যুব-শক্তির মতো প্রকল্পকে সামনে এনে যুবক-যুবতিদের টার্গেট করছে শাসকদল। দেওয়া হচ্ছে কাজ। শুধু তাই নয়, দফায় দফায় জেলার নেতাদের নিয়ে ভিডিয়ো বৈঠক করছেন তৃণমূল সুপ্রিমো।
একেবারে মাঠে নেমে কাজ করার পরামর্শ দিচ্ছেন। বিপদের সময় মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন। একই সঙ্গে কোনও গোষ্ঠী কোন্দল থাকলে তা দ্রুত মিটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি সংগঠনকে আরও মজবুত করার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা করতে নেমে প্রথমেই বিজেপির ঘর ভাঙতে শুরু করল তৃণমূল।
একের পর এক বিজেপির শক্তঘাঁটিতে থাবা বসাচ্ছে তৃণমূল। বিশেষ করে লোকসভা নির্বাচনের পর থেকে বাঁকুড়া, পুরুলিয়া জঙ্গলমহলে শক্ত ঘাঁটি তৈরি করে বিজেপি। আর সেখানে ধীরে ধীরে নিজেদের হারানো মাটিকে শক্ত করছে তৃণমূল। রবিবার পুরুলিয়ার কাশীপুর বিধানসভা এলাকায় প্রায় ১৫২টি পরিবার যোগ দিল তৃণমূলে। এরা প্রত্যেকেই বিজেপি করতেন বলে জানা গিয়েছে।
কাশীপুরের বিধায়ক স্বপন বেলথরিয়ার হাত ধরে সবাই দলবদল করে। বিজেপি ছেড়ে আসে তৃণমূলে। জানা গিয়েছে, যোগদানকারীদের মধ্যে আমডিহা অঞ্চলের বিজেপির বুথ সভাপতিও রয়েছেন। খোদ বিজেপির বুথ সভাপতির দলবদলের ঘটনায় প্রবল চাপ বিজেপির। যদিও এই বিষয়ে বিজেপির তরফে কিছু জানানো হয়নি। তবে শাসকদল তৃণমূল জানিয়েছে, মানুষ বিজেপিকে বিশ্বাস করতে পারছে না।
আর তাই দলে দলে মানুষ তৃণমূলে যোগ দিচ্ছে। নেত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্ত করছে। উন্নয়নের জন্যে। আগামিদিনে আরও মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবে বলে জানিয়েছে স্থানীয় নেতৃত্ব।
জানা গিয়েছে, গত কয়েকদিনে বাগমুণ্ডি, রঘুনাথপুরের মতো এলাকা থেকে দলে দলে বিজেপি নেতাকর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূলে। যা যথেষ্ট উদ্বেগের বলে মনে করা হচ্ছে। শুধু পুরুলিয়াতেই নয়, গত কয়েকদিন ধরে বাঁকুড়াতেও বিজেপিতে ভাঙন ধরেছে। বহু জায়গায় মানূষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)