ফলোয়ার্স কমছে! রাগে করে বসলেন বলিউড পরিচালক করণ জোহর
নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এবং বলিউডে এবার এক নতুন জোয়ার এসেছে। সুশান্তের মৃত্যুর পর নেটিজেনদের কটাক্ষ শুনতে হয়েছে জোহরকে। “বয়কট করণ জোহর”, “বয়কট আলিয়া ভাট” এই ট্রেন্ডের জোয়ারে গা ভাসিয়ে নেটিজেনরা একটা ক্লিকেই আনফলো করছিলেন তাদের পছন্দের পরিচালক থেকে শুরু করে তারকাদের। ফলে কমছিল তাদের ফলোয়ার্সের সংখ্যা। এবার সেই রাগে এমন এক কাজ করলেন করণ জোহর যে আবার তিনি সোশ্যাল মিডিয়ার চর্চার পাত্র হয়ে উঠলেন।
This is heartbreaking....I have such strong memories of the times we have shared ...I can’t believe this ....Rest in peace my friend...when the shock subsides only the best memories will remain....💔 pic.twitter.com/H5XJtyL3FL— Karan Johar (@karanjohar) June 14, 2020
[ আরোও পড়ুন, চলতি বছরেই আসবে কয়েক লক্ষ ডোজ ভ্যাক্সিন, আশা দেখাল WHO]
নিজের ফলোয়ার্সদের সংখ্যা কমছে দেখে তিনিও এবার যাদের ফলো করতেন তাদের আনফলো করতে শুরু করেন। এখন তার ট্যুইটারে তিনি ফলো করছেন মাত্র ৮ জনকে। নিজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে এবার কি তাহলে নিজেকে লাইমলাইট থেকে কিছুটা সরিয়ে নিতে চাইছেন করণ?
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)