বিশ্বের সেরা ফিল্ডার একজন ভারতীয়, মন্তব্য অজি তারকার
স্পোর্টস ডেস্ক: ভারতীয় অলরাউন্ডারকেই এই মুহূর্তে বিশ্বের সেরা ফিল্ডার বলছেন অজি ব্যাটসম্যান। আউট ফিল্ডে জাদেজার দুরন্ত ফিল্ডিং আগেও বহু প্রাক্তনের প্রশংসা কুড়িয়েছে। এবার ফিল্ডার জাদেজাকে দরাজ সার্টিফিকেট দিলেন স্টিভ স্মিথ। একইসঙ্গে কেএল রাহুলের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। তরুণ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কর্ণাটকী ব্যাটসম্যানের খেলায সবচেয়ে বেশি নজর কেড়েছে বলে দাবি করেন স্মিথ।
তাঁর খেলা টুর্নামেন্ট গুলোর মধ্যে আইপিএল-কেই এগিয়ে রাখছেন অজি তারকা। তাঁর স্পষ্ট বক্তব্য, আইপিএলে সেরা দলগুলোর বিরুদ্ধে খেলে জেতা কঠিন। কেননা এখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলেন। বছর শেষে ভারতের বিরুদ্ধে মেগা সিরিজের জন্য মুখিয়ে আছেন স্টিভ স্মিথ। সেই সিরিজের অন্যতম ইউএসপি হতে চলেছে কোহলির সঙ্গে স্মিথের দ্বৈরথ। আর মেগা সিরিজের আগে স্মিথের বিরাট প্রশংসা পেয়ে গেলেন রবীন্দ্র জাদেজা।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)