আজই ভারতে উদ্বোধন হতে যাচ্ছে বাবা রামদেব পতঞ্জলি -র করোনার ওষুধ -ভ্যাকসিন
নিউজ ডেস্ক: মহামারি আটকাতে প্রায় পৃথিবীর সব দেশ এখন ব্যাস্ত। এরই মাঝে মারণ করোনা সংক্রমণের ইতমধ্যেই সারা পৃথিবীর ৯০ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত ৷ করোনার সঠিক কোনও চিকিৎসা পদ্ধতি এখনও অবধি পাওয়া যায়নি ৷ করোনা সংক্রমণে বিভিন্ন ওষুধের পরীক্ষামূলক ব্যবহার হচ্ছে ৷ কোন ওষুধ কারোর কাজ করছে আবার কোন ওষুধ কারোর ওপর সঠিক ফল না দেওয়ায় প্রাণ হারাচ্ছেন মানুষ ৷ এই অবস্থায় বিভিন্ন ওষুধ -ভ্যাকসিন তৈরি হচ্ছে এই নিয়ে দাবি করা হয়েছে ৷ বাবা রামদেব পতঞ্জলি -র ওষুধ নিয়ে বড় বিবৃতি দিলেন ৷ তাঁরা আজই বৈজ্ঞানিক বিশ্লেষণ সহ নিজেদের আবিষ্কার করা ওষুধ আজই সর্বসমক্ষে আনবেন ৷ এটি করোনা ভাইরাসের লড়াইতে ব্যবহার করা যাবে এমনটাই মত তাঁর ৷ এটা করোনা নিরাময়ের আয়ুর্বেদিক ওষুধ হতে চলেছে ৷ পতঞ্জলি যোগপীঠের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) আচার্য বালাকৃষ্ণ ট্যুইট করে এই খবর দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন করোনার আয়ুর্বেদিক ওষুধ করোনিল মঙ্গলবার ১২ টা-তে হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠে লঞ্চ করা হবে ৷ এই সময় সমস্ত প্রমাণ ও বিশ্লেষণ সহ সমস্ত কিছু ব্যাখ্যা করা হবে ৷ এই লঞ্চ প্রোগ্রামে বাবা রামদেব হাজির থাকবে ৷
Proud launch of first and foremost evidence-based ayurvedic medicine for #corona contagion, #SWASARI_VATI, #CORONIL, is scheduled for tomorrow at 12 noon from #Patanjali Yogpeeth Haridwar🙏🏻 pic.twitter.com/K7uU38Kuzl— Acharya Balkrishna (@Ach_Balkrishna) June 22, 2020
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)