চীন কী ভারতের জমি দখল করেছে? জানতে চান রাহুল
নিউজ ডেস্ক : ভারত-চীন সীমান্ত সমস্যা নিয়ে মঙ্গলবার সকালেই আবার মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তাঁর প্রশ্ন, “আমরা চীনের আগ্রাসনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ রয়েছি। তবে চীন কী ভারতের জমি দখল করে আছে ?”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে এই প্রশ্ন বারবার রাখছেন রাহুল গান্ধি। প্রধানমন্ত্রীও সর্বদলীয় বৈঠকের পর জানিয়ে দিয়েছেন, “চীন ভারতের ভূখণ্ডে প্রবেশ করেনি। ভারত সীমান্ত সুরক্ষিত আছে”। রাজনৈতিক মহলের মতে রাহুল গান্ধির ভারত-চীন প্রসঙ্গে একই কথা বারবার বিভিন্নভাবে বলাটা আসলে তাঁর রাজনৈতিক কৌশল। তাই তিনি এই চাপ মোদী সরকারের ওপর রেখে চলেছেন”।
चीनी आक्रमण के ख़िलाफ़ हम एकजुट खड़े हैं।— Rahul Gandhi (@RahulGandhi) June 23, 2020
क्या भारतीय ज़मीन पर चीन ने कब्ज़ा किया है? pic.twitter.com/YCEd0P20aU
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)