জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা যাবে ৪ মিনিটে, তাও আবার বাড়িতে বসে
নিউজ ডেস্ক: এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আরও সহজ করে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷
এর জন্য ব্যাঙ্কে যাওয়ারও দরকার নেই ৷ মাত্র ৪ মিনিটেই খুলতে পারবেন অ্যাকাউন্ট ৷ ইনস্টা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিষেবা চালু করেছে এসবিআই ৷ এটা ইনস্ট্যান্ট ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট যেখানে গ্রাহক ব্যাঙ্কের ইন্টিগ্রেটেড ব্যাঙ্কিং ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম YONO-এর মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ ইনস্টা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্রাহকরা 24×7 ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা পাবেন ৷ এই অ্যাকাউন্টের গ্রাহকরা পেয়ে যাবেন RuPay ATM-cum-ডেবিট কার্ড ৷
বিশদে জানতে ক্লিক করুন https://www.onlinesbi.com/
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)