সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা , শোকবার্তা টিম ইন্ডিয়ার
স্পোর্টস ডেস্ক: বড় পর্দায় মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে শোকস্তব্ধ গোটা দেশ। শোক প্রকাশ করেছেন দেশের ক্রীড়া ব্যক্তিত্বরাও। ক্রিকেটার শচীন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, বীরেন্দ্র শেহওয়াগ থেকে হরভজন সিং, শিখর ধাওয়ান থেকে সুরেশ রায়না, প্রতিক্রিয়া দিয়েছেন প্রত্যেকে।
অতি কম বয়সে প্রয়াত হওয়া অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণ বিশ্বাসই করতে পারছেন না ভারতের প্রাক্তন অল-রাউন্ডার যুবরাজ সিং। কার ভিতরে কী চলছে, তা বোঝা মুশকিল বলে লিখেছেন যুবি।
৩৪ বছরের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। তাঁর উপলব্ধি, আদতে কে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তা বোঝা মুশকিল।
বড় পর্দায় মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। সেই সিনেমার শ্যুটিংয়ের এক ছবি পোস্ট করে বলিউড অভিনেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং।
বর্তমান সময়ে মানসিক রোগ বড় আকার ধারণ করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণে গভীর শোক প্রকাশও করেছেন ভেরি ভেরি স্পেশাল।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)