চিনা সংস্থাকে বয়কট করুন, বিসিসিআই কে চিঠি চেম্বার অফ ট্রেড ইন্ডাস্ট্রির 

চিনা সংস্থাকে বয়কট করুন, বিসিসিআই কে চিঠি চেম্বার অফ ট্রেড ইন্ডাস্ট্রির

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিলের আর্জি জানিয়ে BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি দিল চেম্বার অফ ট্রেড ইন্ডাস্ট্রি ৷ চুক্তি বাতিল না করলে IPL সহ দেশে অনুষ্ঠিত সমস্ত আন্তর্জাতিক ম্যাচ বয়কট করা হবে ৷ চিঠিতে লিখেছেন CTI-এর আহ্বায়ক ব্রিজেশ গোয়েল ৷ লাদাখ সীমান্তে 20 জন ভারতীয় সেনার মৃত্যুর পর চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে দেশজুড়ে ৷ সারা দেশে চিনা পণ্য পুড়িয়ে প্রতিবাদ শুরু হয়েছে ৷ কিন্তু সেই পথে হাঁটতে নারাজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ IPL-এর টাইটেল স্পনসর এক চিনা মোবাইল সংস্থা ৷ পাশাপাশি টুর্নামেন্ট চলাকালীন ওই সংস্থা সবচেয় বেশি বিজ্ঞাপন দিয়ে থাকে ৷ পাঁচবছরের জন্য সংস্থাটির সঙ্গে চুক্তি রয়েছে BCCI-এর ৷ যা শেষ হচ্ছে 2022 সালে ৷ প্রতিবছর ওই সংস্থা থেকে 440 কোটি টাকা আয় করে থাকে ভারতীয় বোর্ড ৷ তাই এই পরিস্থিতিতেও ভারতীয় ক্রিকেট বোর্ড চুক্তি বাতিল করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷ 

বোর্ড কোষাধ্যক্ষের এই মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে ৷ তারপরই চেম্বার অফ ট্রেড ইন্ডাস্ট্রির তরফে চিঠি পৌঁছেছে BCCI-এর সদর দপ্তরে ৷ যদিও বর্তমান পরিস্থিতি বিচার করে আগামী সপ্তাহে স্পনসরশিপ নিয়ে বৈঠক করবে IPL-এর গভর্নিং কাউন্সিল। প্রসঙ্গত, IPL-এর টাইটেল স্পনসর ছাড়াও গত বছর সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় দলের স্পনসর ছিল অন্য এক চিনা মোবাইল সংস্থা ৷ সেপ্টেম্বরের পর সেই জায়গায় এসেছে একটি ভারতীয় এডুকেশনাল টেকনোলজি কোম্পানি ৷



এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।

(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
নবীনতর পূর্বতন