সমর্থকদের আবেগের জের, শান্তির মুখে পড়তে পারে লিভারপুল!
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: তিন দশক পর ইপিএল জিতেছে লিভারপুল। সাত ম্যাচ বাকি থাকতেই সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ক্লপের দল। তিন দশক অপেক্ষার পর প্রিয় দলের ইপিএল জেতার আনন্দে রাস্তায় বাঁধনছাড়া উচ্ছ্বাসে মাতেন লিভারপুল সমর্থকরা। করোনা আবহে সামাজিক দূরত্বের নিয়ম শিকেয় তুলে পার্টিতে মজে থাকেন তাঁরা। লাঠিচার্জ করেও থামানো যায়নি সমর্থকদের উল্লাস। ১৫ জনকে গ্রেপ্তার পর্যন্ত করেছে পুলিস। করোনা পরিস্থিতির মধ্যে লিভারপুল সমর্থকদের উল্লাসকে কিছুতেই মেনে নিতে পারছে না স্থানীয় প্রশাসন।
রাস্তায় সমর্থকদের এই উল্লাস বন্ধ না হলে কড়া পদক্ষেপ নিতে পারে প্রশাসন। সেক্ষেত্রে বাকি তিনটি হোম ম্যাচ অ্যানফিল্ডের পরিবর্তে নিরপেক্ষ কোনও মাঠে খেলতে হবে লিভারপুলকে। এমনকি শেষ হোম ম্যাচের পর অ্যানফিল্ডে ইপিএল ট্রফি তোলার সুযোগও হারাতে হবে লিভারপুল ফুটবলারদের। রেডস সমর্থকদের রাস্তায় বাঁধনছাড়া উচ্ছ্বাস বন্ধ না হলে এমনই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)