স্বস্তির খবর, করোনা সারাতে ডেক্সামেথাসনের প্রয়োগের অনুমতি
নিউজ ডেস্ক, লন্ডন : বুধবার করোনা রোগী, যারা হাসপাতালে ভর্তি তাদের ওপর ডেক্সামেথাসনের প্রয়োগের নির্দেশ ও অনুমতি দিল ব্রিটেন। ন্যাশনাল হেল্থ সার্ভিসকে এই নির্দেশ দিয়ে ব্রিটেন জানিয়েছে, যে সব করোনা রোগী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি, তাঁদের ওপর এই ওষুধ প্রয়োগ করা যেতে পারে। দাবি করা হচ্ছে এই ওষুধে করোনায় মৃত্যুর হার কমবে।
ব্রিটেনের ডিপার্টমেন্ট অফ হেলথ জানিয়েছে এই ওষুধ অত্যন্ত সস্তা ও খুব দ্রুত কার্যকরী। সহজলভ্যও বটে। হাসপাতালে থাকা যে সব করোনা রোগির অক্সিজেন চলছে বা যাঁদের ভেন্টিলেটরের প্রয়োজন হচ্ছে, তাঁদের ওই ওষুধ দিতে বলা হয়েছে। মঙ্গলবারই এই ওষুধের প্রয়োগ সফল হয় বলে জানায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই উদ্যোগের প্রশংসা করে জানান, এতে বহু মানুষের প্রাণ বাঁচবে। ব্রিটিশ গবেষকদের কাজের প্রশংসা করে বলেন, ইউকে বিশ্বকে পথ দেখাল। এতে সমাজের উপকার হবে। গবেষকরা জানাচ্ছেন, ভেন্টিলেটরে থাকা ৩৫ শতাংশ ও অক্সিজেন দরকার হওয়া রোগিদের মধ্যে ২০ শতাংশ এই ওষুধে সুস্থ হয়ে উঠেছেন। এই উদ্যোগের প্রশংসা করেন ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানককও।
যদিও, রাশিয়ার দাবি তাদের ওষুধ আভিফাভির পরীক্ষামূলক প্রয়োগে ১০০ জনের মধ্যে ৬৪ জন সুস্থ হয়েছেন। সেই ওষুধ সমগ্র রাশিয়ায় প্রয়োগ শুরু হয়েছে। দ্রুত এর ফলাফল আসতে চলেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যে প্রতিষেধক বের করেছেন সেটির প্রয়োগ আমেরিকা, ইংল্যান্ড, ব্রাজিলে করা হবে। করোনার সর্বাধিক আক্রান্ত ও মৃত্যুর তালিকায় এই তিন দেশ রয়েছে।
মঙ্গলবার বিবিসি জানায়, ডেক্সামেথাসোন নামে সস্তা ও সহজলভ্য একটি ওষুধ করোনাভাইরাসে গুরুতর অসুস্থ রোগীদের জীবন রক্ষা করতে সাহায্য করবে। রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞরা বলছেন মারণ এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই স্বল্প মাত্রার স্টেরয়েড চিকিৎসা একটা যুগান্তকারী আবিষ্কার। এই ওষুধ সস্তা। দরিদ্র দেশগুলোতে করোনা রোগীদের চিকিৎসায় এই ওষুধ বিশালভাবে কাজে লাগতে পারে।
এবং যেসব দেশ রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে এটা তাদের জন্য বিশাল সুখবর। কারণ রিপোর্টে বলা হয়েছে, এই ওষুধ ব্যবহার করলে ভেন্টিলেটারে থাকা রোগীদের মৃত্যুর ঝুঁকি এক তৃতীয়াংশ কমানো যাবে। যাদের অক্সিজেন দিয়ে চিকিৎসা করা হচ্ছে তাদের ক্ষেত্রে মৃত্যুর হার এক পঞ্চমাংশ কমানো যাবে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)