এবার পদ্মশ্রীতে আইএম বিজয়নের নাম !
স্পোর্টস ডেস্ক: মোহনবাগান-ইস্টবেঙ্গল, দুই প্রধানের জার্সিতে বহু স্মরণীয় গোল রয়েছে ময়দানের কালো হরিণের।
বুটজোড়াকে তুলে রেখে ফুটবলকে আলবিদা জানিয়েছিলেন সেই ২০০৩ সালে। আর অবসরের ১৭ বছর পর তাঁর কথা মনে পড়ল ফেডারেশনের। এতদিন পর পদ্মশ্রী পুরস্কারের জন্য আইএম বিজয়নের নাম সুপারিশ করতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। অবসরের বছরেই অর্জুন সম্মানে ভূষিত হয়েছিলেন কালো হরিণ। তিনবার ফেডারেশনের বিচারে দেশের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন। দেশের সেরা ফুটবল প্রতিভার অন্যতম এই বিজয়ন ভারতের হয়ে খেলেন ৭৯টি আন্তর্জাতিক ম্যাচ। ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত মাঠ কাঁপানো এই কেরলের ফুটবলার আন্তর্জাতিক কেরিয়ারে ৪০টি গোল করেছেন।
ভারতের হয়ে অনবদ্য পারফরম্যান্স আছে বিজয়নের। অন্যতম সেরা পারফরম্যান্স ১৯৯৯ সালে সাফ কাপে। ভুটানের বিরুদ্ধে খেলা শুরুর মাত্র ১২ সেকেন্ডের মধ্যে গোল করেন তিনি। তা আজও আন্তর্জাতিক ম্যাচে দ্রুততম গোলগুলির তালিকায় রয়েছে। ২০০৩ সালে ভারতে আফ্রো-এশিয়াল গেমসে সর্বাধিক ৪টি গোল করেন তিনি। সেই বছরই অবসর নেন বিজয়ন। ফুটবল থেকে অবসরের পর মালয়ালম-সহ দক্ষিণী ছবিতে অভিনয় শুরু করেন বিজয়ন। ২০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত মালয়ালম ছবি জাতীয় পুরস্কারও পেয়েছে। দেশের হয়ে এত ভাল খেলেও যোগ্য সম্মান থেকে ব্রাত্যই ছিলেন ৫১ বছরের এই প্রাক্তন জাতীয় অধিনায়ক। তবে এবার পদ্মশ্রী সম্মানে তাঁর নাম পাঠানো হচ্ছে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)