চিনকে ‘তাক’ করে এবার লাদাখ সীমান্তে বিধ্বংসী মিসাইল মোতায়েন করলো ভারত!
নিউজ ডেস্ক : লাদাখে ভারত- চীন রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি। এই সংঘর্ষে ভারতীয় সেনার একজন অফিসার সহ ২০ জন সেনা শহীদ হয়েছে। দুই দেশের মধ্যে সমঝোতার কথা হলেও চীন আগ্রাসনের পথ থেকে সরতেই চাইনা। তাই চীনকে কড়া জবাব দিতে সীমান্তে মোতায়েন করা হয়েছে ৪৫ হাজার সেনা। এছাড়া সীমান্তে পাঠানো হয়েছে বোমারু বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
চীন কোনোরকম আগ্রাসন দেখালেই কিস্তিমাত করতে সবরকম গুটি সাজাচ্ছে ভারত। এছাড়া চীনকে হুশিয়ারি করে বলা হয়েছে কোনরকম বেয়াদপি বরদাস্ত করা হবেনা। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, দৌলতবেগ ওল্ডি সহ বেশ কিছু সীমান্ত এলাকায় চিনকে চপার ওড়াতে দেখা গিয়েছে। এছাড়া বোমারু বিমানকে সীমান্তের সামনে নিয়ে এসেছে।
কিন্তু ভারতও কোনো অংশে পিছিয়ে নেই। চীনকে যোগ্য জবাব দিতে ক্ষেপণাস্ত্র ‘আকাশ’ কে পূর্ব লাদাখ সীমান্তে পাঠানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্র ৩০ কিলোমিটার পর্যন্ত দূরে ও ১৮ হাজার মিটার উচ্চতায় থাকা শত্রুপক্ষের যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রগুলিকে ধরাশায়ী করতে সক্ষম। তাই বোমারু বিমান ওড়ানোর আগে কয়েকবার ভাবতে হবে চীনকে।
এছাড়া এয়ার সার্ভেল্যান্স রাডার ও যুদ্ধ বিমান রয়েছে লাদাখে ভারতের আকাশ পাহারা দেবার জন্য। ভারত দৌলত বেগ ওল্ডি-সহ ৩ টি বিমানঘাঁটি সক্রিয় করেছে। সঙ্গে দেশের অত্যাধুনিক সমরাস্ত্রেরও সমাবেশ করছে ভারত।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source Open
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)