করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ৭ সদস্য !
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: সরকারি নির্দেশ মেনে সম্প্রতি ব্যাপক হারে কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের অন্দরমহলে। পরীক্ষার আওতায় ছিলেন বোর্ডের সদস্য, অনুমোদিত বিভিন্ন সংস্থার কর্মী, কয়েকজন চুক্তিবদ্ধ খেলোয়াড় সহ ফ্র্যাঞ্চাইজি ট্রেনিং স্কোয়াডের সদস্যরাও। তাতেই ৭ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে বলে জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের অ্যাকটিং সিইও জ্যাকুয়েস ফল এক ক্রীড়া ওয়েবসাইটকে জানিয়েছেন, ‘১০০ জনের বেশি মানুষের শরীরে পরীক্ষার পর ৭ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি খুবই নগণ্য।’ তবে আক্রান্তের তালিকায় কোনও ক্রিকেটার আছেন কীনা, থাকলেও তিনি কে সে বিষয়ে কিছু জানাননি তিনি। ফল বলেন ব্যক্তিগতভাবে কারও পরিচয় প্রকাশ্যে আনা আমাদের প্রোটোকল বহির্ভূত।
উল্লেখ্য, করোনা পরবর্তী দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি ‘৩টিক্রিকেট’ নামক তিনদেশীয় একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা হয়েছিল। সরকারি ঘোষণার পরে দক্ষিণ আফ্রিকা বোর্ড অভিনব এই প্রদর্শনী ক্রিকেট টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনার প্রকোপ এখনও ভয়াবহ আকারেই রয়েছে। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটার মাশরাফি মোর্তাজা সহ দুই ক্রিকেটার। আক্রান্ত হয়েছেন ৩ পাকিস্তান ক্রিকেটারও।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)