হিটম্যান হয়ে গেলেন রোহিতা শর্মা !
স্পোর্টস ডেস্ক: লকডাউনে কখনও বিরাট কোহলি তো কখনও রোহিত শর্মা কাউকে না কাউকে সোশ্যাল মিডিয়ায় টিপ্পনি কেটে মাত করে দিয়েছেন টিম ইন্ডিয়ার রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহল।সেই চাহল এবার রোহিত শর্মাকে নিয়ে এক মজার ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে জেন্ডার সোয়াপড ফটো। অর্থাত্ পুরুষকে মহিলা এবং ছেলেকে মেয়ের ছবিতে রূপান্তরিত করে দেওয়া হচ্ছে অ্যাপের মাধ্যমে। যা নিয়ে বন্ধু বান্ধবরা বেশ মেতে উঠেছেন। নেটিজেনরাও এ সব নিয়ে বেশ মেতে উঠেছেন।
অনলাউনে ফেসঅ্যাপ ফটো এডিটিং অ্যাপের মতোই জেন্ডার-সোয়াপড এর মাধ্যমে রোহিত শর্মাকে ছেলে থেক মেয়ে করা হয়েছে। পাশাপাশি দুটো ছবিকে নিয়ে যুজবেন্দ্র চাহল টুইট করে লিখলেন , সো কিউট, কি দারুন দেখতে লাগছে রোহিতা শর্মা ভাইয়া ....। এমনকী নেটিজেনরা ছাড়েননি যুজবেন্দ্র চাহল সহ গোটা টিম ইন্ডিয়ার জেন্ডার-সোয়াপড ছবি পোস্ট করতে। উল্লেখ্য ভারতীয় ক্রিকেট দলের অন্দরে চাহল টিভি বেশ জনপ্রিয়। হাসি-ঠাট্টায় বেশ আড্ডা জমিয়ে দিতেন চাহল টিভির সঞ্চালক যুজবেন্দ্র চাহল। কিন্তু লকডাউনে সবই বন্ধ রয়েছে শেষ তিন মাস ধরে। তা বলে কি খুনসুটি থেমে থাকে! তাই এবার হিটম্যানকে নিয়ে এমনই মজা করলেন চাহাল।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)